বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্রাম নিয়ে ফের একবার রোহিত শর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার পর ভারত অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামতে প্রস্তুত তিনি।
রবিবার থেকে শুরু হতে চলা এই সিরিজে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা লিটন দাসের নেতৃত্বে থাকা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেটা যে একেবারেই সহজ হবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন রোহিত।
রোহিত ভলেছেন, “পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের খেলার মধ্যে থাকাটা দরকার। তবে সূচি খুবই টাইট। তাই মাঝেমধ্যে ছুটি নেওয়াটাও দরকার। বড় প্লেয়ারদের তাজা রাখাটা প্রয়োজন। তবে সকলেই এখন সুস্থ আর মাঠে নামতে আগ্রহী।”
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে রোহিত কিভাবে সকলকে সুযোগ দেওয়া যায় এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কিভাবে তাজা রাখা যায় সেই নিয়েও মুখ খুলেছেন।
রোহিত শর্মা বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এশিয়া কাপ খেলেছিলাম এবং তারপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি কঠিন সিরিজে আমাদের মাঠে নামতে হয়েছিল। দীর্ঘদিন ধরে মাঠে রয়েছে না অনেক ক্রিকেটার। তাদের বিশ্রামটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আসন্ন বিশ্বকাপের আগেও দলে কখনো কখনো রোটেশন হবে। সেই সময়ে যারা সুযোগ পাবেন তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।”