কপাল পুড়ল হার্দিকের! অধিনায়ক বদলাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, ভাইরাল আকাশ-রোহিতের ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : ২০২৪ এর পূর্বে IPL এর নিলামের আগে বেশ বড়সড় সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ বারের কাপ জিতিয়ে আনা অধিনায়ককে সরিয়ে ক্যাপ্টেন্সি তুলে দেয় হার্দিকের (Hardik Pandya) হাতে। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে রোহিত ভক্তরা। একাধিক মিডিয়া দাবি করেছে, খুব শীঘ্রই নাকি দল ছাড়বেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার সেই জল্পনায় ঘি ঢালল রোহিত-আকাশের একটি ভিডিও।

সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানির সাথে এক গাড়িতে ঘুরছেন রোহিত শর্মা। ড্রাইভারের মুখ না দেখা গেলেও আকার অবয়ব দেখে নেটিজেনদের ধারণা তিনি আকাশ আম্বানিই। অন্যদিকে গাড়ির সামনের সিটে বসে রয়েছেন রোহিত শর্মা।

ভিডিও ভাইরাল হতেই ফের এক দফায় তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটজনদের ধারণা, খুব শীঘ্রই হয়ত বড় কিছু হতে চলেছে। কারণ, এমনিই মুম্বই শিবিরের অবস্থা খারাপ। লাগাতার একটার পর একটা বিতর্ক ঘিরে ধরেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। পরপর তিন ম্যাচে হারের পর ক্রমাগত কটাক্ষের শিকার হয়ে চলেছেন‌ হার্দিক নিজেও।

আরও পড়ুন : কোটি কোটি টাকার প্রতারণা! মরশুমের মাঝেই বড় ঝটকা খেলেন হার্দিক, বাড়িতে পৌঁছল পুলিশ

দিল্লিকে হারিয়ে জয়ের শিবিরে ফিরলেও হার্দিকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা তুঙ্গে। এমন আবহে ভক্তদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব অধিনায়কত্ব তুলে দেওয়া হোক রোহিতের হাতে। আর সেই জল্পনার মাঝেই সামনে এল আকাশ এবং রোহিতের ভিডিও। তবে কি ভক্তদের দাবি মেনে ফের এক দফায় বদলে যাবে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক? প্রশ্ন তুঙ্গে।

আরও পড়ুন : T20 বিশ্বকাপে খেলবেন বিরাট? রাখঢাক না রেখে জানিয়েই দিলেন BCCI নির্বাচক

xr:d:daftdqetikc:448,j:7108219002668313891,t:23122013

যদিও এটাই প্রথমবার নয় যে রোহিত এবং আকাশকে একসঙ্গে দেখতে পাওয়া গেছে। এর আগেও একাধিকবার একসাথে বসে আড্ডা দিতে দেখা গেছে রোহিত এবং আকাশ আম্বানিকে। হায়দরাবাদের সাথে হারের পরই ডগ আউটে বসে আলোচনা করতে দেখা গেছিল তাদের। উল্লেখ্য, এই একই ঘটনা ঘটেছিল চেন্নাইয়ের ক্ষেত্রেও। সেবার ধোনিকে সরিয়ে জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দেয় চেন্নাই ম্যানেজমেন্ট। টানা ৫ ম্যাচ হারের পর ফের একবার ধোনির হাতে অধিনায়কত্ব তুলে দেয় টিম ম্যানেজমেন্ট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর