বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌদি আরবেও দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। গতকাল সৌদি কাপের খেলায় তার দল আল-নাসের সেমিফাইনালে আল-ইত্তিহাদের কাছে হেরে ছিটকে গিয়েছে। এরপরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে পর্তুগিজ মহাতারকাকে। যে বিশাল অংকের মাইনের বিনিময়ে তাকে আনা হয়েছে, তার ছিঁটে ফোটারও যোগ্য নন ক্রিশ্চিয়ানো, এমনটাই দাবি অনেক ফুটবলপ্রেমীদের।
গতকাল ম্যাচের প্রথমার্ধের একদম শেষ দিকে একটি বুলেট হেডারে গোলরক্ষকের পরীক্ষা নেওয়া বাদে সত্যিই আর কিছু করতে পারেননি রোনাল্ডো। তার দল ৩ গোল খেয়েছে এই নিয়ে তাকে কোনও দোষ দেওয়া যায় না ঠিকই, কিন্তু পিছিয়ে পড়ার পর অতীতে বহুবার একক দক্ষতায় নিজের দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন তিনি। কাল তার কাছ থেকে তেমন কিছুই প্রত্যাশা করছিল আল-নাসের ভক্তরা। কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন সিআরসেভেন।
সৌদি আরবে এটি তার দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে লিগের খেলায় তার দল জিতল এবং তিনি ভালো ফুটবল খেললেও গোল আসেনি তার পা থেকে। কিন্তু কাল তার সামনে সুযোগ ছিল গোল করে নিজের দলকে ফাইনালে নিয়ে যাওয়ার এবং এশিয়ার মাটিতে প্রথম ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছনোর। কিন্তু দুঃখের ব্যাপার তেমনটা হল না।
অপরদিকে স্পেনে কাল কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন ধরে নিজেদের ঘরোয়া শত্রুর বিরুদ্ধে অপরাজিত রিয়াল। কিন্তু কাল প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে গিয়েছিলেন তারা। প্রাক্তন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আলভারো মোরাতা অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন মাত্র ১৯ মিনিটে।
কিন্তু এরপর দ্বিতীয়ার্ধে সান্তিয়াগো বের্ন্যাব্যু প্রত্যক্ষ করে রদ্রিগো ম্যাজিক। মন্ত্রীদের কাছে মাঝ মাঠে বল ধরে প্রায় গোটা অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সকে ড্রিবল করে ঠান্ডা মাথার ফিনিশে অ্যাটলেটিকো গোলকিপার ওবল্যাককে পরাস্ত করেন তরুণ ব্রাজিলিয়ান। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে সেই সভায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে ১০৪ ও ১২০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে যথাক্রমে বেনজেমা এবং ভিনিসিয়াসের গোলে ৩-১ ফলে ম্যাচ জিতে কোপা দেলরে সেমিফাইনালে পৌঁছে গেল রয়্যাল হোয়াইটসরা।