দেশের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ, পরিস্থিতির শিকার হয়ে এখন করছেন চা-পাউরুটি বিলি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে গোটা শ্রীলংকা জুড়ে চলছে প্রবল আর্থিক সংকট। জীবন নির্বাহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গুলির মারাত্মক অভাব দেখা দিয়েছে। বিভিন্ন ত্রাণ কেন্দ্র থেকে সেই দেশের মানুষদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এই সমস্ত সামগ্রী সংগ্রহ করতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। এমনই একজনকে নিয়ে আজকের এই প্রতিবেদন।

ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য রোশন মহানামাকে ভুলে যাননি। দেশের মানুষের এই করুণ পরিস্থিতিতে কাজে নেমে পড়েছেন রোশন মহানামাও। ক্রিকেটের কেরিয়ার শেষ হওয়ার পর তিনি আম্পায়ারিংয়ের সাথে যুক্ত হয়েছিলেন। তবে আপাতত সেই সমস্ত দায়িত্ব ছেড়ে নিজের দেশের পাশে দাঁড়াচ্ছে শ্রীলংকার কিংবদন্তি।

এই মুহূর্তে শ্রীলংকার পেট্রোল স্টেশন গুলি থেকে সাধারণ মানুষদের জন্য পাউরুটি এবং চা পরিবেশন করা হচ্ছে। এই কর্মযজ্ঞ সাথে যুক্ত হয়েছেন রোশন। সেল মিডিয়ায় নিজের কাজের কথা উল্লেখ করে একটি ছবিসহ পোস্ট করেছেন তিনি। তার পোস্টে দেখামাত্র নেটিজেনদের মধ্যে অনেকেই সেটি শেয়ার করছেন। ফলে পোস্টটি এখন ভাইরাল।

নিজের পোস্টের ক্যাপশনে রোশন লিখেছেন, “আমরা আপনাদের জন্য কমিউনিটি মিল শেয়ারের তরফ থেকে ওয়ার্ড প্লেস উইযারামা এবং মাওয়াথার পেট্রোল পাম্প থেকে পাউরুটি এবং চা পরিবেশন করছি। লাইন দীর্ঘায়িত হওয়া এ রোগের ঝুঁকি বাড়ছে ফলে একে অপরকে সাহায্য করুন। প্রয়োজনে ১৯৯০-এ ফোন করুন। ওপেন সময় একে অপরের পাশে দাঁড়ান।”

X