বাংলা হান্ট ডেস্ক : 16 অক্টোবর তারিখে দীর্ঘদিন ধরে চলে আসা অযোধ্যা মামলার শুনানি শেষ হয়েছে, যদিও এখনও অপেক্ষা ফল প্রকাশের। তাই অযোধ্যা মামলার রায় হিন্দুদের পক্ষেই যাবে এমনটাই আশাবাদী বলা ভালো প্রায় নিশ্চিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যদিও চূড়ান্ত শুনানির শেষ লগ্নে মধ্যস্থতাকারী কমিটির একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে, যদিও এই রিপোর্টের বিরোধিতা করেছে ছয়টি মুসলিম সংগঠন। কিন্তু তাতেও ফলাফল হিন্দুদের দিকেই যাবে এমনটাই আশাবাদী আরএসএস।
তাই শুক্রবার ভুবনেশ্বরে অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠকে অংশ নিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেকেন্ড ম্যান ভাইয়াজি সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি জানান, মধ্যস্থতাকারীর মাধ্যমে অযোধ্যা মামলা মেটানোর চেষ্টা কোনও ভাবেই তাঁরা মেনে নেবে না পাশাপাশি আদালতের বাইরে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও কোনও কাজ হয়নি তাই আলোচনার মাধ্যমে আরএসএস সমস্যা মেটানোর চেষ্টা করলে তা বাস্তবায়িত না হওয়ায় আদালতের রায়ের উপরেই নির্ভর করতে হচ্ছে কিন্তু রায় হিন্দুদের হয়েই যাবে।
যদিও অযোধ্যা মামলা শুনানির মধ্য লগ্নে মুসলিম সংগঠন দাবি করেছিল আদালতের রায় যদি মুসলিমদের পক্ষে যায় সে ক্ষেত্রেও হিন্দু ভাইদের জমি ফেরত দিয়ে দেওয়া হবে, এবং মন্দির নির্মাণের জন্য তাঁদের যে কোনও বাধা থাকবে তাও জানিয়ে দেওয়া হয়। যদিও শরিয়তে মুসলিমদের জমি হিন্দুদের ফেরত দেওয়ার কোনও নিয়ম নেই বলে জানায় অন্য একটি মুসলিম সংগঠন। আর তার পর থেকেই অযোধ্যা মামলা নিয়ে হিন্দু মুসলিম বিতর্ক তুঙ্গে।
যদিও শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ছেড়ে আসা অযোধ্যা মামলার রায়, কোন দিকে যেতে পারে? তা দেখার জন্য কার্যত আশায় প্রহর গুনছে হিন্দু ও মুসলিম বোর্ড এর সদস্যরা।