হিন্দু সমাজ ঘুমিয়ে গেছে, কিন্তু যখন জাগবে তখন অনেক বেশি শক্তি নিয়ে উঠবে: মোহন ভাগবত, RSS প্রমুখ

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রমুখ মোহন ভাগবত রবিবার দিন দিল্লীতে এক পুস্তক প্রকাশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোহন ভাগবত বলেন, গান্ধজি বলেছিলেন যে হিন্দুত্ব হলো সত্যের অবিরাম অনুসন্ধান। এই কাজ করতে করতে হিন্দু সমাজ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু যখন জেগে উঠবে তখন আগের থেকে বেশি শক্তি নিয়ে জেগে উঠবে এবং পুরো বিশ্বকে আলোকিত করবে।

অনুষ্ঠানে ভাগবত বলেন, ভারতের আক্রমনকারী শক্তিগুলি সম্পত্তির জন্য এসেছিল। শক, হুন, কুশান ভারতে এসেছিল এবং ভারতীয়দের মধ্যেই এক হয়ে গেছিল। তবে বিদেশী ইসলামিক আক্রমকরা অন্য রূপে ভারতে এসেছিল। তারা বক্তব্য ছিল যারা আমাদের মতো তাদের থাকার অধিকার আছে, যারা আমাদের মতো নয় তারা থাকতে পারবে না।

ওরঙ্গজেব মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী ধারণা প্রবেশ করাতে বড়ো ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন RSS প্রমুখ। উনি বলেন, আজ ভারতে কেউ বিদেশী নয়। ভারতে সবাই হিন্দু পূর্বজদের বংশধর। আরএসএস প্রমুখ বলেন, হিটলার কেন নিজেকে আর্য বলতো? কারণ আর্য শব্দ সম্মানের কোনো সম্পর্কের নয় কিন্তু রাজনৈতিক কারণে এগুলোকে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে।


সম্পর্কিত খবর