মাঝ আকাশে নিখোঁজ রাশিয়ার যাত্রীবোঝাই বিমান, একমাসে দ্বিতীয়বার একই কাণ্ডে শিউরে উঠছে সবাই


বাংলা হান্ট ডেস্কঃ গত মাসের পর ফের একবার আকাশে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হল রাশিয়ান বিমান অন্তনোভ এএন ২৮। গতমাসে এমনই একটি এএন ২৬ বিমান ভেঙে পড়েছিল যার জেরে প্রাণ হারিয়েছিলেন ২৮ জন ব্যক্তি। রাশিয়ার এই ছোট বিমান গুলি সাধারণত বহু বছর আগে সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি করা হয়েছিল। এখনও এই বিমান গুলি ব্যবহার করার কারণে এ ধরনের দুর্ঘটনা আরও বেড়ে যাচ্ছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই ছোট বিমানটি কেবিন ক্রু সহ মোট ১৭ জন যাত্রী নিয়ে আজ সাইবেরিয়ার রাজধানী টমস্কের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আকাশে হঠাৎই র‍্যাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। তারপর বেশ কিছুক্ষণ বিমানটি সম্পর্কে কোন খবরাখবর পাওয়া যায়নি। অবশেষে দুপুরের দিকে জানা যায়, এয়ারলাইনস শিলা চালিত এই প্লেনটির দুটি ইঞ্জিনই হঠাৎ করে খারাপ হয়ে যায় যার জেরে টমস্কে শহরের বাইরে জরুরি অবতরণ করতে হয় প্লেনটিকে।

রাশিয়ান মন্ত্রক তরফে জানানো হয়েছে সৌভাগ্যবশত, প্লেনের সব যাত্রীই সুরক্ষিত রয়েছেন। জানা গিয়েছে, তিনজন ক্রু ছাড়াও এই প্লেনে যে ১৪ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে ছিল চারটি শিশুও। তবে সকলেই সুরক্ষিত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মন্ত্রক। ইতিমধ্যেই হেলিকপ্টারের মাধ্যমে শুরু হয়েছে উদ্ধার কার্য।

জানা গিয়েছে, ইঞ্জিন খারাপ হওয়ার বিষয়ে কোন সংবাদ বিমানকর্মীদের তরফ থেকে পাঠানো হয়নি। যদিও ইঞ্জিন বন্ধ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই এমার্জেন্সি বেকন অ্যাক্টিভ হয়ে যায়। যার জেরেই বোঝা গিয়েছিল বিমানটিতে কোন সমস্যা দেখা দিয়েছে। সাধারণত ছোট ছোট যাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয় এ ধরনের পুরনো বিমান গুলি। কিন্তু তা যে এখন ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর