বাংলা হান্ট ডেস্কঃ ভারত (INDIA) সফরের আগে আমেরিকার (America) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বড় বয়ান দিলেন। ট্রাম্প বলেন, ভারতের সাথে এখনো বাণিজ্যিক চুক্তি না। উনি বলেন, আমরা ভারতের সাথে একটি বড় বাণিজ্যিক চুক্তি করতে পারি, তবে সেটা এখন না। আমি এই বড় চুক্তি আগামী দিনের জন্য তুলে রাখলাম।
#WATCH US President Donald Trump in Washington on his visit to India: I happen to like PM Modi a lot. He told me we will have 7 million people between the airport and the event. It's going to be the largest stadium in the world. It's going to be very exciting. pic.twitter.com/FdusHCInJ9
— ANI (@ANI) February 19, 2020
ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি বাণিজ্য নিয়ে কোন চুক্তি করবেন কি না? তখন উনি বলেন, আমরা ভারতের সাথে বড় চুক্তি করব, অবশ্যই করব। কিন্তু জানিনা নির্বাচনের আগে এটা হতে পারবে কি না। ভারত আমাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি খুবই পছন্দ করি। প্রধানমন্ত্রী মোদী আমাকে জানিয়েছেন, বিমান বন্দর আর স্টেডিয়ামের মধ্যে প্রায় ৭০ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। সেখানে বিশ্বে সবথেকে বড় স্টেডিয়াম হতে চলেছে। আর এটা আমার কাছে খুবই রোমাঞ্চক ব্যাপার।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২৪ ফেব্রুয়ারি দুই দিনের জন্য ভারত সফরে আসছেন। আর তখন তিনি প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানের জন্য আহমেদাবাদ যাবেন। ট্রাম্প দিল্লী আর আগরা তেও যাবেন। ট্রাম্পকে স্বাগত জানানর জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত আহমেদাবাদ।