জ্যোতিপ্রিয়ের বাড়িতে ইডি, এদিকে বিজয়া করতে মিষ্টি নিয়ে হাজির সব্যসাচী! তারপর যা হল…

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন ইডির (ED) আধিকারিকেরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরট সূত্রে খবর, রেশন দুর্নীতি (Ration Corruption) মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারের পরই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। সল্টলেকের (Salt Lake) বিসি ব্লকের পাশাপাশি দুটি বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

আর যখন রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি, ঠিক তখনই বিজয়া করতে মন্ত্রীর বাড়িতে মিষ্টি হাতে নিয়ে পৌঁছে গেলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তাঁর সঙ্গে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিং রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দার।

বৃহস্পতিবার হঠাৎই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ির সামনে নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। হাতে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হন সব্যসাচী দত্ত। তারপরেই সেখানে চলে আসেন তৃণমূলের (TMC) দুই কাউন্সিলার। কিন্তু তাঁদের ওই বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। এই নিয়ে সব্যসাচী দত্ত বলেন, ‘আমি বুধবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে গিয়ে তাঁকে প্রণাম করে বিজয়া দশমী সেরে এসেছি। বৃহস্পতিবার সকালে গিয়েছিলাম বালুদার বাড়িতে। সেখানে পৌঁছে তো আমি কিংকর্তব্যবিমূঢ়!’ এরপরই সব্যসাচী বলেন, ‘আমি ইডির তল্লাশির ব্যাপারে কিছুই জানতাম না। সকাল সাড়ে ন’টা-দশটা নাগাদ ঘুম থেকে উঠে আমি বেরিয়েছি।’

Jyotipriya Mallick a

সব্যসাচী জানান, বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাড়ির লক্ষ্মীপুজোয় (Laxmi Puja) জ্যোতিপ্রিয়কে আমন্ত্রণ করতেই তিনি সেখানে এসেছিলেন। কিন্তু জ্যোতিপ্রিয়ের বাড়িতে ঢোকার প্রবেশাধিকার মেলেনি।

Avatar
Monojit

সম্পর্কিত খবর