‘ভিক্ষা নাকি?’ পুজোয় দৈনিক মজুরি মাত্র ১০ টাকা বাড়ায় কর্মবিরতি সাফাইকর্মীদের! হুলস্থূল হাওড়ায়

বাংলাহান্ট ডেস্ক : জঞ্জালে মুখ ঢেকেছে হাওড়া শহর। উপচে পড়ছে ভ্যাট। দুর্গন্ধে টেকা দায়। কারণ অবশ্য একটাই। শয়ে শয়ে সাফাইকর্মীর কর্মবিরতি চলছে। আন্দোলনরত সাফাইকর্মীদের দাবি, পুজোর আগে বেতনবৃদ্ধির দাবি না মানলে অচলাবস্থা জারি থাকবে। কত তাড়াতাড়ি স্বাভাবিক হবে সব কিছু? অপেক্ষায় অসহায় হাওড়াবাসী।

জানা গিয়েছে, সোমবার সকালে হাওড়ার দাশনগর এলাকার প্রায় ৩০০ সাফাই কর্মী বোরো অফিসে এলেও হাজিরা খাতায় সই করেননি। এর আগে শনিবারও কর্মবিরতি পালন করেছিলেন হাওড়া পুরসভার সাফাই কর্মীদের একাংশ। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় বিশ্বাসের কাছেও তারা স্মারকলিপি দিয়েছেন।

আরোও পড়ুন: বিশাল সস্তায় ট্যুর প্যাকেজ আনল পশ্চিমবঙ্গ সরকার! ঘুরতে পারবেন পাহাড়-সাগর, জঙ্গল-মালভূমি

তা সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করছেন বলে জানান। মোট নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাফাই কর্মীরা কাজ করলেও তাঁদের দৈনিক মজুরি মাত্র ১৬৪ টাকা। পুজোর আগে মাত্র ১০ টাকা বাড়ানো হলেও পুজোর সময় বোনাসও দেওয়া হয় না।

img 20231016 135756 1697445687118 1697445709803

হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘এটা দিল্লি নয় যে আন্দোলনকারীদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে সহনশীলতা দেখানো হয়। শনিবার তারা আন্দোলন করেছিলেন। সেদিন ঠিক হয়েছিল সোমবার বসে বিষয়টি আলোচনা করা হবে এ নিয়ে।’

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর