সত‍্যিই ‘ম‍্যান উইথ আ গোল্ডেন হার্ট’, অসুস্থ রেমো ডিসুজার জন‍্য এই অসাধ‍্য সাধন করেছিলেন সলমন!

বাংলাহান্ট ডেস্ক: খ্রিস্টমাসে সলমন খানের (salman khan) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে দেবদূত বলে অভিহিত করেন রেমো ডিসুজার (remo d’souza) স্ত্রী লিজেল (lizelle d’souza) ডিসুজা। একটি লম্বা চওড়া পোস্টে তিনি জানান, সবসময় তাঁর পাশে থেকেছেন অভিনেতা। কিন্তু ঠিক কি ধরনের সাহায‍্য সলমন করেছিলেন তা খোলসা করে বলেননি লিজেল।

এবার রেমো ও লিজেলের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে আসল ঘটনা। ঘটনার দিন রেমোকে নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আসার পর প্রথমেই সলমনকে ফোন করেন লিজেল। জানা গিয়েছে সেই সময় সলমন অন‍্য একটি ফোনে ব‍্যস্ত ছিলেন। কিন্তু তারপরেই ত‍ৎক্ষণাৎ আবার ফোন করেন তিনি লিজেলকে।

salman khan 1584090953
পুরো ঘটনা শোনার পর ব‍্যক্তিগত ভাবে সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ও যেনতেন প্রকারেণ রেমোকে সুস্থ করে তোলার আর্জি জানান। যতক্ষণ রেমোকে অপারেশন থিয়েটার থেকে বের না করা হচ্ছে ততক্ষণ সলমন ক্রমাগত যোগাযোগ করে গিয়েছেন চিকিৎসকদের সঙ্গে। এমনকি রেমো বাড়ি ফেরার পরেও লিজেলের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

সূত্র মারফত খবর, অ্যাঞ্জিওগ্রাফি নয় বরং অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল রেমোর। কিন্তু এমন ফিট একজন মানুষের হঠাৎ করে হার্ট অ্যাটাকের কারণ কি? জানা গিয়েছে, ঘটনার দিন জিমে শরীরচর্চা করছিলেন রেমো। হঠাৎ করেই তাঁর বুকের মাঝে ব‍্যথা শুরু হয়। প্রথমে অ্যাসিডিটি ভেবে তেমন পাত্তা দেননি রেমো লিজেল।

কিন্তু ঘরে ফিরেই বমি করা শুরু করেন রেমো। এর পরেই ঘাবড়ে যান লিজেল। তাঁকে সলমনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে লিজেল মন্তব‍্য করেন, এই বিষয়ে কিছু বলতে চান না তিনি। কিন্তু সকলেই জানে সলমন ‘ম‍্যান উইথ আ গোল্ডেন হার্ট’।

https://www.instagram.com/p/CJNMQRRloeK/?igshid=fp1a3v1998ok

প্রসঙ্গত, বড়দিনে সেই সব মানুষদের উদ্দেশে লিজেল কৃতজ্ঞতা জানান যারা তাঁর দুঃসময়ে তাঁকে সাহস যুগিয়েছে। এই পোস্টেই সলমন খানকে ট‍্যাগ করে তিনি লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে আমি সলমন খানকে (salman khan) ধন‍্যবাদ জানাতে চাই আমার সবথেকে বড় সঙ্গী হওয়ার জন‍্য। তুমি দেবদূত, ধন‍্যবাদ সবসময় আমার পাশে থাকার জন‍্য।’

Niranjana Nag

সম্পর্কিত খবর