খাবার-উপহারে ভাইজানকে আপ্যায়ন ‘দিদি’র, মুখ্যমন্ত্রীর টালির চালের বাড়ি দেখে অবাক সলমন!

বাংলাহান্ট ডেস্ক: শনিবার, ১৩ মে রাতটা ছিল কলকাতাবাসীর কাছে এক স্মরণীয় রাত। দীর্ঘ ১৩ বছর পর শহরে এসেছিলেন সলমন খান (Salman Khan), পারফর্ম করেছেন ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। উপরন্তু এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তাঁর। ‘দিদি’র আমন্ত্রণ রক্ষা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন সলমন।

অনেক আগেই শহরে আসার কথা ছিল সলমনের। কিন্তু লাগাতার খুনের হুমকি পেতে থাকায় নিরাপত্তার খাতিরে পেছানো হয় তাঁর শো। অবশেষে ১৩ মে অনুষ্ঠিত হয় সলমনের ‘দা-বাং দ্য ট্যুর রিলোডেড’। গত শুক্রবার মধ্যরাতে শহরে এসে পৌঁছান তিনি। শনিবার সন্ধ্যায় ছিল শো। তার আগে বিকেলে হোটেল থেকে বেরিয়েই সবার আগে সলমন যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

salman mamata

বিকেল চারটে কুড়ি নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান সলমন। কালো জিন্স, হালকা নীল রঙা শার্ট এবং চোখে রোদচশমা, এমনি ক্যাজুয়াল অবতারে দেখা মেলে ভাইজানের। তাঁর অপেক্ষায় বাড়ির বাইরেই দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সলমনকে উত্তরীয় পরিয়ে বরণ করেন তিনি। হাসিমুখে হাত জোড় করে প্রণাম করে উপস্থিত জনতা এবং মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে হাত নাড়েন সলমন।

মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে অবাক হয়ে গিয়েছিলেন সলমন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এমন টালির চালের বাড়িতে থাকেন দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে আধঘন্টা মতো ছিলেন সলমন। জানা গিয়েছে, অভিনেতাকে ফিশ ফ্রাই এবং মিষ্টি। পাজামা পাঞ্জাবি এবং নিজের হাতে আঁকা একটি ছবিও উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

mamata salman

সলমনের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খানের সঙ্গে দিদি-ভাইয়ের সম্পর্ক পাতিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খানের সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সলমনের সঙ্গে সাক্ষাৎ এই প্রথম। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সলমন ভাল মানুষ, ভাল অভিনেতা। তবে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকায় তাঁকে বেশিক্ষণ আটকে রাখেননি মুখ্যমন্ত্রী।


Niranjana Nag

সম্পর্কিত খবর