পাঁচ হাজার করোনা যোদ্ধার খাবারের দায়িত্ব নিলেন সলমন, নেটদুনিয়ায় প্রশংসার ঢল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তাঁকে নিয়ে যতই নিন্দা সমালোচনা হোক না কেন মানুষের দরকারে যে বারংবার তিনি সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা নিয়ে দ্বিমত থাকার কথা নয় কারোর। কথা হচ্ছে সলমন খানকে (salman khan) নিয়ে। গত বছর লকডাউনের সময় ইন্ডাস্ট্রির কলাকুশলী থেকে অসহায় সাধারণ মানুষ, সবারই সাহায‍্যের জন‍্য অবতীর্ণ হয়েছিলেন ভাইজান। এবারেও তার অন‍্যথা হল না।

মুম্বইয়ে লকডাউন শুরু হতেই ফের একবার সাহায‍্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সলমন। শিবসেনার যুব শাখার সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। মোট ৫ হাজার করোনা যোদ্ধার খাবার ও পানীয়ের দায়িত্ব নিয়েছেন অভিনেতা। এই যোদ্ধাদের মধ‍্যে রয়েছেন চিকিৎসক, নার্স, পুরসভার কর্মীরা।


রবিবার থেকে ভাইজানের এই উদ‍্যোগ চালু হয়েছে বলে জানা গিয়েছে। সলমনের সংস্থা ভাইজানস কিচেন থেকে আসছে খাবারের প‍্যাকেট ও পানীয় জল। সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে সেই খাবার ও জল। সলমন নিজে দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছেন।

শুধু ভাইজানই নন, তাঁর মা সলমা খান বাংলোর নিরপত্তারক্ষীদের জন‍্য নিজে হাতে খাবার বানিয়েছেন বলে খবর। জানা গিয়েছে যতদিন এই লকডাউন চলবে ততদিন পর্যন্ত সলমনের ভাইজানস কিচেন ও শিবসেনার যুব শাখা মিলিত ভাবে এই কাজ করে যাবে। বাইকুল্লা থেকে জুহু এবং পূর্ব বান্দ্রা থেকে বিকেসি পর্যন্ত পৌঁছানো হচ্ছে খাবার ও পানীয়।

এই মুহূর্তে মোট পাঁচ হাজার করোনা যোদ্ধার জন‍্য খাবার ও পানীয়ের ব‍্যবস্থা করছে সলমনের ভাইজানস কিচেন। এরপর ধীরে ধীরে সংখ‍্যাটা বেড়ে দশ হাজার হবে বলেই আশা করছে শাখার সদস‍্যরা। সলমনের এই মানবিক উদ‍্যোগে প্রশংসার ঢল নেমেছে নেটমাধ‍্যমে।


প্রসঙ্গত, এই মুহূর্তে রাধে ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন সলমন। জানা গিয়েছে হাইব্রিড রিলিজ হতে হলেছে এই ছবির। সিনেমাহল এবং অনলাইন দুই জায়গাতেই মুক্তি পাবে। প্রেক্ষাগৃহের পাশাপিশি জি ফাইভ ও জি প্লেক্সেও মুক্তি পাবে রাধে। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন দিশা পাটানি। ভিলেনের চরিত্রে রয়েছেন রণদীপ হুডা। এছাড়াও ছবিতে দেখা যাবে জ‍্যাকি শ্রফ, গৌতম গুলাটি, সুধাংশু পান্ডেদের। ছবির পরিচালনা করেছেন প্রভু দেবা ও প্রযোজনা করেছে সলমনের প্রযোজনা সংস্থা।

X