বাংলাহান্ট ডেস্ক: হাল আমলে বিয়ে, বিচ্ছেদের সংখ্যা বাড়লেও বলিউডে সম্পর্ক ভাঙার প্রবণতা নতুন নয়। বলিউডে বহু তারকাই রয়েছেন যারা একাধিক সংসার করেছেন। এমনকি প্রাক্তন স্বামী বা স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্কও রয়েছে। এমনি একজন হলেন বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক তথা চিত্রনাট্যকার সেলিম খান (salim khan)। তবে তাঁর সবথেকে বড় পরিচয় তিনি সলমন খানের (salman khan) বাবা।
দুটো সংসার করেছেন সেলিমও। প্রথমে সলমা খানকে (salma khan) বিয়ে করেন তিনি। তারপরে আবার তৎকালীন বলিউডের সেনসেশন হেলেনকেও (helen) বিয়ে করে ঘরে এনে তোলেন। সালটা ১৯৮১। তখন সেলিম চার সন্তানের বাবা। স্বাভাবিক ভাবেই এমন কাজে পরিবারের সদস্যরা হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে সলমাই প্রথম স্বামীর সম্পর্কটা মেনে নেন।
পরে এই বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে মুখও খুলেছিলেন ছেলে সলমন। বাবার দ্বিতীয় বিয়ের নয় বছর পর নিজের কেরিয়ারের শুরুর দিকে এ বিষয়ে মুখ খোলা সমীচিন মনে করেছিলেন অভিনেতা। তিনি জানান, মা সলমার খুব কাছাকাছি তিনি। তাই মাকে যখন বাবার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে দেখতেন তখন অত্যন্ত রেগে যেতেন তিনি।
সলমন বলেন, “আমি মায়ের আদুরে ছেলে। মাকে কষ্ট পেতে দেখতে পারি না আমি। আমার বাবা যখন আবার বিয়ে করলেন তখন মা খুব কষ্ট পেয়েছিলেন। মাকে বাবার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে অসহ্য লাগত আমার।”
তিনি আরো বলেন, “তারপর মা ধীরে ধীরে বিষয়টা মেনে নিতে শুরু করলেন। বাবা আমাদের বোঝালেন যে তিনি এখনো মাকে ভালবাসেন আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমার তখন মাত্র ১০ বছর বয়স। হেলেন আন্টিকে মেনে নিতে বেশ কিছুটা সময় লেগেছিল আমাদের। এখন তিনি আমাদের পরিবারের এক সদস্য। একে অপরের বিপদে সবসময় আমরা পাশে দাঁড়াই।”
হেলেন নিজেও অপরাধবোধে ভুগছিলেন সেলিমকে বিয়ে করে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সেলিম তখন বিবাহিত, চার ছেলেমেয়ের বাবা। তাঁর সঙ্গে জড়ানোয় প্রথমটা খুব অপরাধবোধে ভুগতেন তিনি। এখন সলমা খানের সঙ্গেই এক ছাদের তলায় থাকেন হেলেন ও সেলিম।