প্রাক্তনদের উপরে অমানুষিক অত্যাচার, মেরে ঐশ্বর্যর কাঁধ ভেঙে দিয়েছিলেন! সলমনের স্বরূপ প্রকাশ্যে

বাংলাহান্ট ডেস্ক : কার্যত প্রাণ হাতে নিয়ে বসে রয়েছেন সলমন খান (Salman Khan)। ক্রমাগত খুনের হুমকি পেয়ে চলেছেন তিনি। লরেন্স বিষ্ণোই গ্যাং এর ভয় তো রয়েছেই, উপরন্তু অনেকে এই সুযোগে নাম লুকিয়েও হুমকি দিচ্ছেন অভিনেতাকে। অবশ্য মুম্বই পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতারও হচ্ছেন তাঁরা। এর মাঝেই সলমনের (Salman Khan) অস্বস্তি বাড়িয়ে তাঁর বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন সোমি আলি।

সলমনের (Salman Khan) বিরুদ্ধে সরব প্রাক্তন সোমি

সলমনের (Salman Khan) প্রেমিকাদের তালিকায় অন্যতম নাম সোমি আলি। প্রাক্তন হওয়ার পর থেকেই একাধিক বার অভিনেতার বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। সলমনের (Salman Khan) প্রকৃত স্বরূপ ফাঁস করেছেন তিনি একাধিকবার। এবারেও ফের ভাইজান এবং তাঁর প্রাক্তন দের সম্পর্ক নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন সোমি। ফের কী বোমা ফাটালেন তিনি?

আরো পড়ুন : ঐশ্বর্যকে কখনো মেনেই নেননি পুত্রবধূ রূপে! বিশেষ শর্ত জারি করে রেখেছেন জয়া, ফাঁস করলেন অভিষেক

প্রাক্তনদের সঙ্গে কী করতেন ভাইজান

কিছুদিন আগেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সোমি। এবার তিনি বললেন, লরেন্স বিষ্ণোই সলমনের (Salman Khan) থেকে অনেক ভালো। এখানেই না থেমে সোমি আরো বলেন, প্রাক্তন প্রেমিকাদের উপরে অকথ্য অত্যাচার করতেন সলমন। এমনকি তিনি নিজেও অত্যাচারিত হয়েছেন অভিনেতার হাতে। তবে প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে ভালো সম্পর্ক কী করে রয়েছে সলমনের (Salman Khan)?

আরো পড়ুন : কেউ ৯ কোটি, কেউ মোটে ১ টাকা! বায়োপিকের জন্য নামী ব্যক্তিত্বরা কত টাকা পেয়েছিলেন, জানেন?

ঐশ্বর্যকে নিয়ে বিষ্ফোরক সোমি

উত্তরে কার্যত বিষ্ফোরণ ঘটিয়েছেন সোমি। তিনি দাবি করেন, তাঁর উপরে যতটা অত্যাচার করেছেন সলমন (Salman Khan), সঙ্গীতা বিজলানি বা ক্যাটরিনা কাইফের উপরে ততটা অত্যাচার হয়নি। এরপরেই তিনি বলেন, ঐশ্বর্যের উপরে প্রচণ্ড অত্যাচার করেছিলেন সলমন। মেরে অভিনেত্রীর কাঁধ ভেঙে দিয়েছিলেন তিনি! সোমি নিজে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সলমনের অত্যাচারে। তবে তিনি এও বলেন, এতকিছু সহ্য করার পরেও এই দুঃসময়ে তিনি সলমনের (Salman Khan) পাশে দাঁড়াচ্ছেন। অভিনেতার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন লরেন্স বিষ্ণোই এর কাছে। তাঁরা যেন সবকিছু ভুলে সলমনকে ক্ষমা করে দেন।

Salman Khan

প্রসঙ্গত, সলমনের প্রেমে পড়ে পাকিস্তান থেকে ভারতে ছুটে এসেছিলেন সোমি আলি। সম্পর্কেও জড়িয়েছিলেন অভিনেতার সঙ্গে। সোমির জন্য তিনি সঙ্গীতার সঙ্গে প্রতারণা করেছিলেন বলে শোনা যায়। আবার ঐশ্বর্যকে মনে ধরতে সোমিকে ভোলেন ভাইজান। ভাইজানের সঙ্গে বিচ্ছেদের পর বহুবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সোমি।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর