ফার্ম হাউসে হবে না পার্টি, জন্মদিনে অনুরাগীদের জন‍্য ‘বিশেষ বার্তা’ নিয়ে আসছেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জন্মদিনের আর খুব বেশি দেরি নেই সলমন খানের (salman khan)। আগামী ২৭ নভেম্বরই ৫৫ তে পা দিতে চলেছেন বলিউডের এই ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’। তবে এবার চিরাচরিত ভাবে নয়, বরং একেবারেই অন‍্য রকম ভাবে জন্মদিন পালন করবেন ভাইজান।

জানা গিয়েছে, এই বারের জন্মদিনে অনুরাগীদের জন‍্য ‘বিশেষ’ কোনো বার্তা নিয়ে আসছেন সলমন। তবে সেই বার্তা কি বিষয়ে তা জানা যায়নি। এই মুহূর্তে আগামী ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর শুটিং নিয়েই ব‍্যস্ত রয়েছেন সলমন। শোনা যাচ্ছে, জন্মদিনেও শুটিং এর ফ্লোরেই থাকবেন তিনি।


অন‍্যান‍্য বার ২৬ ডিসেম্বর রাতেই পরিবার ও বিশেষ মানুষজন দের নিয়ে নিজের পানভেলের ফার্ম হাউসে চলে যান সলমন। ঘড়িতে কাঁটা রাত ১২টার ঘর ছুঁতেই শুরু হয়ে যায় পার্টি। সলমনের দর্শন পেতে পানভেল ফার্ম হাউসের সামনে উপস্থিত হন তাঁর অগুনতি ভক্তরাও। ফার্ম হাউস থেকে বেরিয়ে অনুরাগী ও সাংবাদিকদের সঙ্গে কেকও কাটেন সলমন।

গত বছর সলমনের জন্মদিনে তাঁর মা সলমা খান ইচ্ছাপ্রকাশ করেছিলেন ছেলেকে ফের সিক্স প‍্যাক ফিগারে দেখার। মায়ের সেই ইচ্ছা পূরণও করেছেন অভিনেতা। সম্প্রতি সিক্স প‍্যাক অ্যাবস দেখিয়ে কার্যত এক ঘামঝরানো ছবি শেয়ার করেছেন সলমন। ইতিমধ‍্যেই ছবিতে লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে ২৫ লক্ষ। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভাইজানকে। এই বয়সে এমন বডি কিভাবে বানালেন সলমন? এমনটাই প্রশ্ন তাঁদের।


প্রসঙ্গত, এই মুহূর্তে সলমন অনুরাগীদের অপেক্ষা তাঁর আগামী ছবি ‘রাধে’র। ২০২১ এর ইদে মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিছু দিন ধরে শোনা যাচ্ছিল সিনেমা হলে নয়, বরং এখনকার অন‍্যান‍্য বেশ কয়েকটি ছবির মতো OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে সলমনের রাধে। কিন্তু সমস্ত গুঞ্জন আলোচনাকে উড়িয়ে দেন ফিল্ম সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি সাফ জানিয়ে দেন সিনেমা হলেই মুক্তি পাবে রাধে।

নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইটে তিনি লেখেন, ‘রাধে OTT তে মুক্তি পাওয়ার খবর ভিত্তিহীন। গুজব শোনা গিয়েছিল সলমন খান অভিনীত রাধে সিনেমা হলে মুক্তি পাবে না। সরাসরি OTT তে সম্প্রচার হবে। এটা মিথ‍্যে। প্রযোজকরা পরিস্কার জানিয়ে দিয়েছে। সিনেমা হলে মুক্তি পাবে রাধে। ২০২১ এর ইদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন দিশা পাটানি। ছবির শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমনের রাধের। কিন্তু লকডাউনের কারনে তা সম্ভব হয়নি। এছাড়াও ‘কিক ২’ ও ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করবেন সলমন।

X