নির্বাচনে জিততে অখিলেশের নয়া প্ল্যান, করতে পারেন ৬ জন উপ-মুখ্যমন্ত্রী বানানোর ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর উত্তর প্রদেশে হতে চলা নির্বাচন ঘিরে শাসক-বিরোধী সব দলের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। আর এরই মধ্যে সমাজবাদী পার্টি নির্বাচনে জয়লাভের জন্য নতুন রণনীতি আপন করেছে,। সূত্র অনুযায়ী, সমাজবাদী পার্টি ৬টি ডেপুটি মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্বাচনে নামতে চলেছে।

সূত্র অনুযায়ী, সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে নিজেদের ঘোষণা পত্রে ৬জন ডেপুটি মুখ্যমন্ত্রী বানানোর দাবি করতে পারে। অবিশ্যি, দলিত, সাধারণ বর্গ আর মুসলিম সমাজ থেকে উপ মুখ্যমন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিতে পারে সমাজবাদী পার্টি।

খোদ সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব এই ফর্মুলায় দলের‍্য সংসদীয় বোর্ডের পদাধিকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। সবথেকে বেশি ওবিসি আর পিছিয়ে পড়া জাতীদের থেকে উপ মুখ্যমন্ত্রী বানানোর পরিকল্পনা নিয়েছেন অখিলেশ যাদব।

উল্লেখ্য, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ৩০০ আসন নিয়ে ক্ষমতায় ফেরার দাবি করেছেন সমাজবাদী পার্টির সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বিজেপিকে হারিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ক্ষমতাচ্যুত করার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। আর সেই কারণেই রাজ্যে ৬ জন উপ-মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়ে বড় বাজি মারতে চান অখিলেশ যাদব।


Koushik Dutta

সম্পর্কিত খবর