বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক আবহে ফের চর্চায় উঠে এল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) বক্তব্য। সোমবার রাতে প্রকাশিত একটি ভিডিও ঘিরে এখন গরম রাজনীতি। সেই ভিডিওতেই মুসলিম সম্প্রদায়কে সরাসরি আশ্বাস শোনাতে দেখা গেল বঙ্গ বিজেপি সভাপতিকে।
মুসলিমদের উদ্দেশ্যে আশ্বাস শমীকের (Samik Bhattacharya)
ভিডিওতে শোনা যায় শমীকের (Samik Bhattacharya) কণ্ঠস্বর। শমীক বলেন, “আমি বারংবার বলেছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু, হিন্দু উদ্বাস্তু এবং ভারতীয় মুসলিম রয়েছেন তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারওর নেই। যে সকল ভারতীয় মুসলিমরা সেদিন এই দেশ ছেড়ে, এই দেশকে দারুল হরব বলে পূর্ব পাকিস্তানে চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে আর থাকবেও। তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারওর নেই, সে যেই কমিশন আসুক না কেন!” এই বার্তা ঘিরেই এখন রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।
৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি মাদ্রাসার সামনে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলছেন শমীক (Samik Bhattacharya)। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুধু কথার মাধ্যমেই নয়, দৃশ্যপটের মাধ্যমেও স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তিনি। বিজেপির ভেতরে যখন একাধিক নেতা বলছেন মুসলিম ভোট প্রয়োজন নেই, তখন রাজ্য সভাপতি একেবারে উল্টো সুরে কথা বললেন।
এখানেই প্রশ্ন উঠছে, মুসলিমদের আশ্বাস দিতে গিয়ে কেন নির্বাচন কমিশনকেও নিশানা করলেন শমীক? বিশেষজ্ঞদের মতে, আসন্ন ভোটের আগে SIR নিয়ে শাসকদল কার্যত মুসলিমদের উদ্বেগকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলছে। বিজেপির রাজ্য সভাপতি সেই কারণেই নিজেদের আগাম অবস্থান স্পষ্ট করতে চাইছেন।
আরও পড়ুনঃ পুজোর উপহার! মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেবে বিজেপি? জোর জল্পনা
বঙ্গ বিজেপিতে ‘সেক্যুলার মুখ’ হিসেবে শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) অবস্থান আগেও আলোচনায় এসেছে। এ বারও মুসলিম ভোটারদের ভরসা দেওয়ার পাশাপাশি কমিশনের প্রতি আক্রমণ তাঁর কৌশলগত রাজনীতি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আসন্ন ভোটের আগে এই বার্তা কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।