জোর বিপাকে অভিষেক! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে CBI-তে অভিযোগ, ভোটের মাঝেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে ভোটের আবহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দুই দফার ভোটগ্রহণ। তৃতীয় দফার ভোট আসন্ন। তার মাঝেই ফের সংবাদের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। এবার শোরগোল ফেলে দিয়েছে একটি ভিডিও। গতকাল সকাল থেকেই কমবেশি প্রত্যেকটি সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে সেই ভিডিও। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তবে সেই ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে। এবার এই নিয়েই সিবিআইয়ের (Central Bureau of Investigation) কাছে জমা পড়ল অভিযোগ।

সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের (CBI) দ্বারস্থ হয়েছেন। জানা যাচ্ছে, অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং আইপ্যাক সংস্থার। সিবিআইকে লেখা দু’পাতার চিঠিতে গঙ্গাধর লিখেছেন, ‘ভিডিওটি একটি চক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি’।

সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে স্বতন্ত্র ইমেল আইডি দিয়েছিল, সেখানেই গঙ্গাধর (Gangadhar Kayal) অভিযোগ করেছেন বলে খবর। ভাইরাল এই ভিডিও ‘মরফড’ বলে তাঁর। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মুখ এবং গলার স্বরও বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ আলাদা করা যাচ্ছে না যোগ্য, অযোগ্যদের! প্রাইমারি TET-র বৈধতা নিয়ে প্রশ্ন, বাতিল হবে গোটা প্যানেল?

গঙ্গাধরের অভিযোগ, ‘Williams’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। গত ৩ মে খোলা এই চ্যানেল থেকে শুধুমাত্র এই ভিডিওটিই শেয়ার করা হয়েছে। তাঁর দাবি, ভিডিওটি মরফড। এখানে বক্তার মুখ অন্ধকারে রাখা হয়েছে। অডিও কোয়ালিটি বিশেষ স্পষ্ট নয়। এমনকি ভিডিও ক্লিপিংয়ের সঙ্গে বক্তার ঠোঁটের নড়াচড়াও স্পষ্ট নয়। গঙ্গাধরের দাবি, আইপ্যাককে কাজে লাগিয়ে এই কাজ করেছেন অভিষেক।

Gangadhar Kayal writes letter to Central Bureau of Investigation CBI against Abhishek Banerjee

সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতির দাবি, সম্মানহানির উদ্দেশেই এই ভিডিও বানানো হয়েছে। ভিডিওয় যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটি তাঁর নয় বলেও দাবি করেছেন গঙ্গাধর। অন্যদিকে তৃণমূল সেনাপতি আবার বলেন, ‘ইডি, সিবিআই কী করবে? আমায় জেলে ঢোকাবে? সত্যি কথা বলার কারণে যদি আমায় জেলে ঢোকায়, ঢোকাক’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর