‘ED-CBI কে ভয় পাবেননা’, হুমকি ফেরার শাহজাহানের! ভাইরাল অডিও ক্লিপ

বাংলা হান্ট ডেস্ক : গত শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি (Enforcement Directorate)। মারমুখী জনতার কবলে পড়ে গুরুতরভাবে জখম হন তিন ইডি আধিকারিক। একজনের মাথায় মোট ছ’টি সেলাই অবধি পড়েছে বলে খবর। তারপর থেকেই শাহজাহানের খোঁজে লুকআউট সার্কুলার জারি করেছে সংস্থাটি। ফেরার তৃণমূল নেতা যাতে কোনোভাবেই বাংলাদেশ (Bangladesh) পালাতে না পারে তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বর্ডার এরিয়া। আর এবার আড়াল থেকে হুঙ্কার দিলেন সেই ফেরার নেতা।

শনিবার বেলা বাড়ার সাথে সাথেই একটি অডিও নোট ভাইরাল (Viral Audio Clip) হতে থাকে নেটমাধ্যমে। দাবি করা হচ্ছে, এই ভাইরাল অডিও ক্লিপটি শাহজাহান শেখের। যদিও সেটা সত্যি কিনা তা বাংলাহান্টের তরফ থেকে যাচাই করা সম্ভব হয়নি। তবে কী এমন বলেছেন তৃণমূল নেতা, যার জেরে ফের একবার গুঞ্জন শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে?

সূত্রের খবর, ঐ অডিও বার্তায় শাহজাহান নাকি বলেছেন, ‘সন্দেশখালির সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি যারা রয়েছেন তাদের আমি বলব, এইসব সিবিআই, ইডি নিয়ে ভয় পাবার কোনও কারণ নেই। ওরা মনে করছে আমাকে দমাতে পারলে সন্দেশখালির তৃণমূল কংগ্রেস দুমড়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার জন্য করেছেন তা মনে রাখতে হবে।’

আরও পড়ুন : ‘তোমার রক্ষা নেই, ED কোর্টে জানিয়েছে…’, সন্দেশখালি প্রসঙ্গে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

আসলে ইডি দাবি করেছে, গতকালের ঘটনার সময় তৃণমূল নেতা তার নিজের বাড়িতেই ছিলেন। অন্তত তার মোবাইলের লোকেশন তো তাই বলছে। যেখান থেকে অনেকেই ধারণা করছেন যে, এই গোটা ঘটনাটাই পূর্বপরিকল্পিত। ইচ্ছে করেই সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছিল ইডির বিরুদ্ধে। তবে শাহজাহানের দাবি অন্য‌। তিনি বলেছেন, ‘সবাই বুঝতে পারেছেন, এটা ষড়যন্ত্র। আমি কোনও অন্যায়ের সঙ্গে জড়িত নই। কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনও অপরাধের সঙ্গে জড়িত তাহলে নিজের মাথা আমি নিজেই কেটে ফেলব।’

আরও পড়ুন : ফের আক্রান্ত ইডি! সন্দেশখালির ছায়া বনগাঁতেও, আইনি পথে হাঁটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সেই সাথে তিনি আরও জানিয়েছেন, ‘ ওরা যে চক্রান্ত করছে তা প্রমাণ হতে কিছুটা সময় লাগবে। কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। আমার কী হবে। আমি কোথায় যাব সেটা আপনাদের ভাবতে হবে না।’ অডিও ক্লিপটি ভাইরাল হওয়া মাত্র বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এরকম হাজার হাজার শেখ শাহজাহান থেকেই তৃণমূল কংগ্রেস তার ক্ষমতা বৃদ্ধি করছে। এদেরই জনবিচ্ছিন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে থাকতে গেলে তা করতে হবে রাজ্যের মানুষকেই। আবার যদি বিভাজন না চান, আবার যদি নতুন একটি বাংলাদেশ দেখতে না চান তাহলে এদের তাড়াতে হবে। এরা যদি মনে করে বাংলাদেশি জেহাদি ও রোহিঙ্গাদের নিয়ে ভারত সরকারকে চ্যালেঞ্জ করবে তাহলে তার ফল তারা বুঝতে পারবে।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর