CBI হেফাজতে কাটছে দিন! এর মাঝেই সন্দীপের জীবনে ঘোর দুঃসংবাদ! তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ। অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সম্প্রতি আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতেই তাঁর দিন কাটছে। এর মাঝেই সামনে এল বড় খবর। সন্দীপকে (Sandip Ghosh) নিয়ে ‘কড়া অ্যাকশন’ নিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

  • জেলবন্দি অবস্থাতেই জোর ঝটকা খেলেন সন্দীপ (Sandip Ghosh)!

আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন সেসবের তদন্ত করছে সিবিআই। এর মাঝেই সন্দীপকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। জানা যাচ্ছে, শুক্রবার চিঠি দেওয়া হয়েছে তাঁকে। আগামী ৩ দিনের মধ্যে জবাব না পেলে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে বলে খবর।

   
  • মহাবিপাকে সন্দীপ?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা নানান ধরণের অভিযোগের প্রেক্ষিতে ৩ দিনের মধ্যে সন্দীপকে (Sandip Ghosh) কারণ দর্শাতে হবে। তাঁর ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয়, তাহলে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ ছুটি অতীত! এবার দুর্গাপুজোতেও করতে হবে কাজ! এক ঘোষণায় তোলপাড় বাংলা 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, অন্যান্য চিকিৎসকদের তরফ থেকে মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) চেয়ারম্যান সুদীপ্ত রায়ের উপর চাপ তৈরি করা হচ্ছিল। তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষমেশ কড়াকড়ির পথে হাঁটলেন তাঁরা। জানা যাচ্ছে, মেডিক্যাল কাউন্সিলের কোড অফ কন্ডাক্টের ২৫ (২) ও ৩৭/(iii) ধারা অনুযায়ী আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেওয়া হয়েছে। শুক্রবার তাঁর বাড়িতে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

Sandip Ghosh rg kar case

সন্দীপকে (Sandip Ghosh) শোকজ করার পাশাপাশি তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত ৩ চিকিৎসকের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। প্রাক্তন আরএমও অভীক দে, বর্ধমান মেডিক্যাল কলেজের ডাক্তার বীরুপক্ষ বিশ্বাস এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককে সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

উল্লেখ্য, সন্দীপ ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অভীক এবং বীরুপক্ষ মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’ করতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, আরজি কর হাসপাতালে ধর্ষণ, খুনের ঘটনার পর ঘটনাস্থলে অভীকের উপস্থিতি নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। এসবের মাঝেই এবার সন্দীপকে শোকজ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর