এক বছরে পা নবাবপুত্তুরের, সৎ ভাই জাহাঙ্গীরকে কোলে নিয়ে আদরে ভরালেন সারা

বাংলাহান্ট ডেস্ক: সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) ছোট্ট ছেলে জাহাঙ্গীর আলি খান (Jeh Ali Khan) ওরফে জেহ পা দিল এক বছরে। ২০২১ এর ২১ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল পতৌদি পরিবারের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারীর। সবথেকে ছোট আর সবথেকে আদরের জাহাঙ্গীরের জন‍্য প্রথম জন্মদিনের পার্টিও ছিল চোখ ধাঁধানো।

ছোট্ট জেহ এর এক বছরের জন্মদিন উপলক্ষে পুল সাইড পার্টির আয়োজন করা হয়েছিল করিনা সইফের বিলাসবহুল বাংলোতে। নীল ও রূপোলি থিমে সেজে উঠেছিল গোটা বাড়ি। পরিবার পরিজনদের মধ‍্যে অতিথিদের তালিকায় ছিলেন করিশ্মা কাপুর, সোহা আলি খান, ইনায়া নাওমি খেমু, সাবা আলি খান, সারা আলি খান (Sara Ali Khan), ইব্রাহিম খানও।

jeh
ছোট সৎ ভাইকে কোলে নিয়ে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেছেন সারা। প্রথম ছবিতে দিদির কোলে উঠে কেঁদে দিয়েছে ছোট্ট জেহ। অন‍্যদিকে দাদা ইব্রাহিমের কাঁধে উঠে খুশি উপচে পড়ছে তৈমুরের চোখেমুখে। পরের ছবিগুলিতে অবশ‍্য দাদা দিদিদের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েথে জাহাঙ্গীরের। সারা ও ইব্রাহিমকে আদর করতেও দেখা গিয়েছে তাকে।

https://www.instagram.com/p/CaPbiNmPTCE/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CaOj7NsjT1d/?utm_medium=copy_link

অন‍্যদিকে ছোট ছেলের জন্মদিনে দুটি ছবি শেয়ার করেছেন করিনা। প্রথম ছবিতে তাঁর দুই ছেলের হামাগুড়ি দেওয়ার মুহূর্ত লেন্সবন্দি করেছেন বেবো। পরের ছবিতে ধরা দিয়েছেন বাবা সইফ ও বেবি জেহ। আম্মা, আব্বা ও দাদার আদরে এক বছরেও জাহাঙ্গীর যে দুষ্টু হয়ে উঠেছে তা বোঝাই যাচ্ছে।

https://www.instagram.com/p/CaPjQiTMox2/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CaRA1_eqcP_/?utm_medium=copy_link

জাহাঙ্গীরের জন্মদিনের কিছু ছবি, ভিডিও শেয়ার করেছেন দুই পিসি সোহা আলি খান ও সাবা আলি খানও। একটি ভিডিওতে হাঁটুতে ভর দিয়ে নাচতে দেখা গিয়েছে জেহ কে। আদরের ‘জেহ বাবা’ কে কোলে নিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন সাবা।

Niranjana Nag

সম্পর্কিত খবর