করোনা আবহেই ছবি মুক্তি, ‘স্বস্তিক সংকেত’ থেকে নেতাজি রূপে ছবি শেয়ার করলেন শাশ্বত

বাংলাহান্ট ডেস্ক: মুক্তি পেল নুসরত জাহান, গৌরব চক্রবর্তী অভিনীত ‘স্বস্তিক সংকেত’ (swastik sanket)। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ অবলম্বনে তৈরি এই ছবিতে শুধু নুসরত গৌরব নয়, রয়েছেন আরো কয়েকজন দক্ষ অভিনেতা। যাদের মধ‍্যে অন‍্যতম শাশ্বত চট্টোপাধ‍্যায় (saswata chatterjee)। নেতাজি সুভাষচন্দ্র বসুর (netaji subhash chandra bose) চরিত্রে ছবিতে দেখি যাবে তাঁকে। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় নিজের লুক প্রকাশ‍্যে আনেন শাশ্বত।

এর আগে ছবির পোস্টারে আজাদ হিন্দ ফৌজ বাহিনীতে নেতাজির চিরাচরিত লুকে ধরা দিয়েছিলেন শাশ্বত। এবার তিনি শেয়ার করলেন আরো একটি ছবি। চওড়া কপাল, গোল চশমা, স‍্যুট বুট পরে টেবিলে বসে রয়েছেন নেতাজি। সামনে রাখা চায়ের কাপ প্লেট। পেছনে চোখে পড়ছে নাৎসি জার্মানির পতাকা। গম্ভীর মুখে চিন্তায় মগ্ন সুভাষ।

Saswata Chatterjee
ছবিতে এই লুকেই দেখা যাবে শাশ্বতকে। ছবিটি শেয়ার করে সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে স্বস্তিক সংকেত দেখার অনুরোধ করেছেন শাশ্বত। ছবির গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। তখন হিটলারের সঙ্গে দেখা করতে জার্মানি গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জৈব মারণাস্ত্র নিয়ে গবেষণা চালানো হচ্ছিল সে সময়।

তখনি এক নভেল ভাইরাস আবিষ্কৃত হয়। বিশ্বযুদ্ধে জয় পেতে ওই মারণ ভাইরাসকে ইচ্ছামতো ব‍্যবহার শুরু করে হিটলার বাহিনী। এসব দেখেই ভাইরাসকে প্রতিহত করার উপায়টি লুকিয়ে ফেলেন। ছবিতে দেখানো হবে লন্ডনে রুদ্রাণী একটি ক্রিপ্টোগ্রাফির কোড উদ্ধার করতে গিয়ে নতুন করে শুরু হয় মারণ ভাইরাসের আতঙ্ক। লোকানো প্রতিষেধকের খোঁজ শুরু করে রুদ্রাণী। এই কাজে তার সঙ্গী হয় স্বামী প্রিয়ম।

https://www.instagram.com/p/CY86pKwNxYe/?utm_medium=copy_link

রুদ্রাণীর চরিত্রে রয়েছেন নুসরত। তাঁর স্বামী প্রিয়মের ভূমিকায় দেখা যাবে গৌরবকে। এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, শতাফ ফিগারের মতো অভিনেতারা। আজ অর্থাৎ ২১ জানুয়ারি মুক্তি পেয়েছে স্বস্তিক সংকেত।

Niranjana Nag

সম্পর্কিত খবর