বাংলা হান্ট ডেস্ক : সারদার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসেবে টাকা পেয়েছিলেন বলে জানান শতাব্দী।তবে তিনি ইডি দফতরে এই টাকা ফেরত দিয়ে আসবেন বলে জানিয়েছেন। তিনি চেয়েছেন সেই টাকা ফেরাতে কিন্তু ঠিক কোন পথে?
মনে করা হচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর পথই এবার অবলম্বন করবেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়। তিনি সারদা থেকে সর্বসাকুল্যে ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন বলে জানিয়েছেন। তার পুরোটাই তিনি এখন ইডির অফিসে গিয়ে ফেরত দিয়ে আসতে চান।
প্রসঙ্গত সারদা কাণ্ডের তদন্তে দায়িত্বপ্রাপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে চিঠি লিখে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।যেমন এর আগে সারদার থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।