পাকিস্তানের পর এবার চীনকেও জোর ঝটকা দিলো সৌদি আরব! বাতিল করল বড় মাপের চুক্তি

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে গোটা বিশ্ব চীনের বিরুদ্ধে ক্ষেপে আছে। যদিও, ভারত সমেত অনেক দেশই প্রথমের দিকে করোনা ভাইরাসের জন্য চীনকে দায়ি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। কিন্তু লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সাথে চীনের বিবাদের পীর ভারত চীনের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছে। ভারত একের পর এক প্রকল্প থেকে চীনের কোম্পানির নাম ছাঁটাই করছে। আর এবার সেই ক্রমেই যোগ দিয়েছে সৌদি আরব।

Aramco

সৌদি আরব (Saudi Arabia) পাকিস্তানকে (Pakistan) ঝটকা দেওয়ার পর, এবার চীনকেও বড় ঝটকা দিলো। সৌদি আরবের সরকারি তেল কোম্পানি আরামকো (Aramco) রিফাইনিং আর পেট্রোকেমিকেল কমপ্লেক্স বানানোর জন্য চীনের সাথে হওয়া ১০ বিলিয়ন ডলারের চুক্তি স্থগিত করতে চলেছে।

Aramco চীনের সাথে কথা বলার পর চীনের পূর্বাঞ্চলের লিওনিংয়ে বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে যে, Aramco তেলের দাম কমার কারণে এই চুক্তি রদ করার সিদ্ধান্ত নিয়েছে। করোনার ভাইরাসের মহামারীর কারণে সংক্রমণ রোখার জন্য গোটা বিশ্বে দফায় দফায় লকডাউন পালন হচ্ছে। আর এরফলে গোটা বিশ্বের আর্থিক গতিবিধি থেমে গেছে। আর এর সরাসরি প্রভাব তেলের চাহিদার উপর পড়েছে। লকডাউনে গোটা বিশ্বে তেলের চাহিদা কমেছে। আর চাহিদা কমার ফলে তেলের দামও অনেক কমেছে।

Aramco মহারাষ্ট্রে প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারের রত্নাগিরি মেগা রিফাইনারি প্রোজেক্টে বিনিয়োগ করার ঘোষণা করেছে। আশঙ্কা জাহির করা হচ্ছে যে, যদি তেলের দাম এরকম ভাবেই কমতে থাকে, তাহলে সৌদি ভারতের সাথেও চুক্তি রদ করতে পারে। যদিও Aramco পরিস্কার জানিয়েছে যে, তাঁরা আপাতত ভারতে বিনিয়োগ নিয়ে কোন বদল আনতে চায় না। এই চুক্তিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে ১৫ বিলিয়ন ডলারের চুক্তিও যুক্ত আছে। করোনার কারণে তেলের চাহিদ কম হওয়া এবং তেলের দাম কমার পরেও ভারতে বিনিয়োগের জন্য উৎসাহী Aramco।


Koushik Dutta

সম্পর্কিত খবর