অমিত সরকর :
পুলিশের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান।
পেলেটবিদ্ধ কাশ্মীরি ব্যক্তির ছবি বলে তিনি যে ট্যুইটটি রি-ট্যুইট করেন, সেটি আসলে মার্কিন পর্নস্টার জনি সিনসের। ছবির নীচে লেখা, ‘অনন্তনাগের ইউসুফ সুরক্ষা বাহিনীর পেলেট-গানে চোখের দৃষ্টি হারিয়েছেন।… প্লিজ, সোচ্চার হোন।’
ছবিতে যাকে ইউসুফ বলা হয়েছে, তিনি আসলে মার্কিন পর্নস্টার। নিজের ভুল বুঝতে পেরে ট্যুইটটি ডিলিট করে দেন পাক কূটনীতিক।পুলিশের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান।