বাংলাহান্ট ডেস্ক : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের কথা ভেবে দুটি অসাধারণ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছিল। এই বিশেষ দুটি স্কিমে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় ব্যাংক খানিকটা বেশি সুদ অফার করছে গ্রাহকদের। আপনারা যদি এই এফডি স্কিমে বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বড় সুখবর।
সাধারণ এফডি স্কিমের থেকে স্টেট ব্যাংকের বিশেষ এই দুটি এফডি স্কিমে মিলবে অতিরিক্ত সুদ। এছাড়াও বিশেষ সুদের অফার রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। আপনারও যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারাও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই স্কিম দুটিতে বিনিয়োগ করার শেষ তারিখ ৩১শে মার্চ।
আরোও পড়ুন : পাল্টে যাবে মেট্রোর টাইমটেবিল! ৭ ঘন্টা লেটে শুরু হবে পরিষেবা, গাড়ির সংখ্যাতেও করা হবে কাটছাঁট
‘অমৃত কলস ডিপোজিট স্কিম’ এবং ‘উই কেয়ার ডিপোজিট স্কিম’ নামের দুটি স্পেশাল এফডি স্কিম চালু করেছে স্টেট ব্যাংক। ৩১মার্চ, ২০২৪ এই স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ। বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়ার জন্য ব্যাংকের স্থায়ী আমানতের সুদের হার কমতে পারে। তাই আগে থেকে আপনারা যদি এই স্কিম বিনিয়োগ করে থাকেন, তাহলে অতিরিক্ত লাভবান হবেন।
আরোও পড়ুন : বিকল হয়ে যাচ্ছিল দুটিই, প্রতিস্থাপন করে শরীরে এখন চারটি কিডনি! বিরল অস্ত্রোপচার দিল্লি AIMS’এ
•অমৃত কলস ডিপোজিট স্কিম: এক বছর থেকে দু বছরের কম মেয়াদের এফডিতে স্টেট ব্যাংক সাধারণত প্রদান করে থাকে ৬.৮০ শতাংশ সুদ। অমৃত কলস ডিপোজিট স্কিমের আওতায় ৪০০ দিনের FD-তে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে গ্রাহকদের। এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের প্রদান করা হচ্ছে ৭.৬০ শতাংশ সুদ।
•উই কেয়ার ডিপোজিট স্কিম: এই স্কিমটি শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হয়েছে। ৫ মেয়াদের সাধারণ FD-তে ৬.৫ শতাংশ সুদের হার প্রদান করে স্টেট ব্যাংক। সেখানে প্রবীণ নাগরিকদের এই স্কিমের আওতায় ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বেশি সুদ বেশি দেওয়া হচ্ছে। বার্ষিক ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এই স্কিমে। এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন সময়সীমা হল ৫ বছর ও সর্বোচ্চ ১০ বছর।