গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ SBI-র! অ্যাকাউন্ট থাকলেই এবার বাড়িতে বসে মিলবে লোনের সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। ইতিমধ্যেই দেশজুড়ে এই ব্যাঙ্কের প্রায় ৪৪ কোটিরও বেশি গ্রাহক রয়েছেন। পাশাপাশি, এই বিপুলসংখ্যক গ্রাহকদের মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছেন সরকারি চাকুরিজীবীরাও। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার বিরাট সুখবর নিয়ে এল এই ব্যাঙ্ক। মূলত, যেসমস্ত ব্যক্তিদের SBI-তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য দারুণ সুযোগ আসতে চলেছে এবার।

জানা গিয়েছে যে, সম্প্রতি SBI তার নিজস্ব YONO অ্যাপে Real Time Xpress Credit (RTXC) নিয়ে এসেছে। এই প্রসঙ্গে ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকদের ডিজিটালি ভাবে আরও সক্ষম করে তোলার উদ্দেশ্যেই এই RTXC লঞ্চ করা হয়েছে। মূলত, Xpress Credit-এর ফলে বেতনভুক্ত কর্মীরা এর মাধ্যমে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিতে পারবেন খুব সহজেই।

Real Time Xpress Credit-এর আওতায় কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের পাশাপাশি সেনাবাহিনীতে যুক্ত থাকা কর্মীদেরও ব্যক্তিগত ঋণ নিতে আর ব্যাঙ্কে যাওয়ার কোনোরকম প্রয়োজনই পড়বে না। পাশাপাশি, গ্রাহকেরা এখানে আবেদনের সময়েই প্রয়োজনীয় ডকুমেন্টস, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

শুধু তাই নয়, ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, RTXC-র মাধ্যমে YONO অ্যাপের সাহায্যে এখন বাড়িতে বসেই গ্রাহকেরা প্রয়োজনীয় লোনের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, ব্যাঙ্ক সূত্রে আরও জানা গিয়েছে যে, এই পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে সম্পূর্ণ পেপারলেস ও ডিজিটাল পদ্ধতিতে। শুধুমাত্র ৮ টি সহজ স্টেপের মাধ্যমে খুব সহজেই লোন পেতে পারবেন গ্রাহকেরা।

জানা গিয়েছে, এই Real Time Xpress Credit-এর ফলে একদিকে যেমন গ্রাহকেরা লাভবান হবেন, অপরদিকে সময় বাঁচবে ব্যাঙ্কেরও। কারণ, এই পদ্ধতিটি সম্পূর্ণ পেপারলেস হওয়ার ফলে সমস্ত ডেটা একটি জায়গায় সংরক্ষিত থাকবে। যার ফলে স্বাভাবিকভাবেই পেপারের ঝামেলা থেকে মুক্ত হওয়া সম্ভবপর হতে চলেছে।

SBI2

এছাড়াও, এই লোনের প্রক্রিয়াকরণও হবে তাৎক্ষণিক ভাবেই। এই প্রসঙ্গে বিস্তারিত আলোকপাত করতে গিয়ে, SBI-এর চেয়ারম্যান দীনেশ খারা জানিয়েছেন যে, “বেতনভুক্ত কর্মীদের জন্য YONO-র মাধ্যমে Real Time Xpress Credit (RTXC) আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত হয়েছি। মূলত, Xpress Credit আমাদের ব্যাঙ্কের গ্রাহকদের কাছে একটি বাধাহীন, ডিজিটালি ও পেপারলেস লোন প্রসেসের সুবিধা প্রদান করে। এখন, আমরা গ্রাহক স্বাচ্ছন্দ্য বাড়াতে কাজ করে চলেছি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর