২০২৫ সাল থেকেই…! পঞ্চম শ্রেণি নিয়ে বিরাট সিদ্ধান্ত! নয়া বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সাল থেকেই পাল্টে যাচ্ছে নিয়ম! পঞ্চম শ্রেণি নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের (School Education Department)। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেকথা। বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষার আওতায় আসবে পঞ্চম শ্রেণি। এই নিয়ে আগেই ভাবনাচিন্তা করা হয়েছিল বলে খবর। তবে এবার এই ভাবনাকে বাস্তবায়িত করা হচ্ছে।

  • পঞ্চম শ্রেণি নিয়ে বিরাট সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের (School Education Department)!

বাংলায় ২ হাজারেরও অধিক প্রাথমিক বিদ্যালয় (Primary School) রয়েছে। স্কুল শিক্ষা দফতরের নয়া বিজ্ঞপ্তি বলছে, আগামী বছর থেকেই রাজ্যের সেই সকল প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হবে। এতদিন অবধি পঞ্চম শ্রেণি উচ্চশিক্ষার আওতায় ছিল। তবে ২০২৫ সাল থেকে তা প্রাথমিক শিক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুসারে পঞ্চম শ্রেণি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর (School Education Department) সূত্রে খবর, পঞ্চম শ্রেণি উচ্চশিক্ষার আওতায় থাকার কারণে বেশ কিছু অসুবিধা হচ্ছিল। গতকাল জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সাল থেকেই পশ্চিমবঙ্গের অন্তত ২৩৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিকে সংযুক্ত করা হবে।

আরও পড়ুনঃ রাতের ঘুম উড়ল ডাক্তারদের! আরজি কর কাণ্ডের আবহেই বড় খবর! কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান সহ রাজ্যের একাধিক জেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর থেকে শুরু করে প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

School Education Department Primary school

উল্লেখ্য, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পঞ্চম শ্রেণি প্রাথমিক শিক্ষার অধীন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে তা উচ্চশিক্ষার আওতায় ছিল। তবে আগামী বছর থেকে সেই নিয়ম পাল্টে যেতে চলেছে। বর্তমানে রাজ্যে প্রায় ৫০,০০০ সরকারি বিদ্যালয় রয়েছে। সেখানে আগামী বছর জানুয়ারি মাস থেকে প্রাথমিকভাবে ২ হাজারের কিছু বেশি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করার নিয়ম চালু হতে চলেছে।

এদিকে কেন্দ্রীয় সরকারের আইন বলছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি প্রাথমিক শিক্ষার অন্তর্গত। এবার বাংলাতেও এই নিয়ম কার্যকর হতে চলায় প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রের নীতি মেনে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? শিক্ষা দফতর (School Education Department) সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্র এবং দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে চায় রাজ্য। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর