লাল গ্রহ এখনও জীবিত, রয়েছে অক্সিজেনের প্রভাব, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

বাংলা হান্ট ডেস্ক : লাল গ্রহ নিয়ে বিজ্ঞানীর প্রতিনিয়তই গবেষনা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরেই লাল গ্রহে প্রাণের সন্ধান চালাচ্ছেন গবেষকরা। তবে এতদিনের গবেষণা যে বিফলে যায়নি তার প্রমান অনেক আগেই দিয়েছিল নাসার বিজ্ঞানীরা। তবে এবার মঙ্গল গ্রহে যে প্রাণের অস্তিত্ব থাকার স্মভাবনা রয়েছে তার প্রমান মিলল।bd 12 2

সম্প্রতি সে গ্রহে অক্সিজেন অনুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। আর এই আবিষ্কারে নাম জুড়েছে এক আনাবাসী ভারতীয়ের। সুনীল আত্রেয় নামের ওই বিজ্ঞানী সহ আরও কয়েকজন গবেষক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ প্ল্য়ানেটস এ সেখানে বসন্ত কালে অস্কিজেন বাড়ে এবং শীত ও গ্রাষ্মে অক্সিজেন কমে বলে দাবি করেছেন।

গবেষকরা মঙ্গলে পাতলা হয়ে আসা বায়ুমন্ডলে অক্সিজেন অনু রয়েছে। পরিমান ০.১৩ শতাংশ। সম্প্রতি এই গবেষনার গবেষক সুশীল আত্রেয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন ঋতু অনুযায়ী অক্সিজেন-এর মাত্রা হেরফের করে। তাই বসন্তকালে অক্সিজেনের পরমান বাড়ে এবং শীতে ও গ্রীষ্মে কমে য়ায়।

তবে প্রশ্ন উঠতেই পারে অক্সিজেন সরবরাহ করে কে, বিজ্ঞানীদের দাবি এখনও অবধি লাল গ্রহে কোনো অনু জীবিত আছে। যা শীতে বরফ জমে গেলে অক্সিজেনের ভারসাম্য কমিয়ে দেয়। এবং গরমে বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, কয়েক মাস আগে নাসার বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে ফসল ফলবে বলেও তথ্য প্রকাশ্যে এনেছিলেন। নাসার মাটিতে পালংশাক,টম্যাটো সহ অন্যান্য বেশ কয়েক রকমের সবজির চাষ করার জন্য উপযুক্ত মাটি রয়েছে বলেও দাবি করেছিলেন।

সম্পর্কিত খবর