সীমা হায়দার কি পাকিস্তানি এজেন্ট? প্রকাশ্যে চাঞ্চল্যকর চ্যাট! জানা গেল ভারতে আসার আসল পরিকল্পনা

বাংলা হান্ট ডেস্ক : কীভাবে নেপাল (Nepal) হয়ে ভারতে (India) প্রবেশ করলেন  সীমা হায়দার (Seema Haider)? কে সীমাকে সাহায্য করেছিল এবং কে সীমাকে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এই প্রশ্নগুলো এই সময়ে ভারত ও পাকিস্তান উভয় দেশের মানুষের মনেই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে, সীমা হায়দারের হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে, যার জেরে দানা বেঁধেছে একাধিক রহস্যের।

চারটি চালু ও একটি ভাঙা ফোন নিয়ে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন সীমা হায়দার। সীমার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে নেপালের পোখরা থেকে বাসে করে ভারতে পৌঁছন সীমা হায়দার। সৃষ্টি ট্রাফিকের যে বাসটি সীমাকে ভারতে নিয়ে আসে তার কার্যালয় থেকে জানা যায় যে বাসটি মেরামতের জন্য গ্যারেজে পার্ক করা হয়েছে। এরপর সংবাদমাধ্যম পোখারায় অবস্থিত সেই গ্যারেজেও পৌঁছয়।

   

জানা যায়, সীমান্ত দিয়ে দিল্লিতে পৌঁছেছিল। ওই বিশেষ সাদা বাসটি গ্যারেজে পার্ক করা ছিল। সীমান্ত ইস্যু নতুন করে আলোচনায় আসার পর কেন এই বাসটি গ্যারেজে পার্ক করা হলো তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে ওই বাসের মালিক জানান, গত ১০ দিন ধরে ওই বাসটি গ্যারেজে দাঁড়িয়ে রয়েছে। এর ভিতরের বেশ কিছু অংশ মেরামত করতে হবে।

seema

সীমা হায়দারের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা যায়, ১১ জুলাই বাসের কর্মীদের সাথে তিনি কথা বলেছিলেন। সেই চ্যাটে বাস নম্বর ৯৪৬৩ ও লেখা রয়েছে। বাসের স্টাফরা বর্ডার থেকে বাকি টাকা দেওয়ার পর স্ক্রিন শট পাঠানোর কথা বলেন। এর পর, এই চ্যাটে সীমার পক্ষ থেকে মীনা জি নামে একটি নম্বর শেয়ার করা হয় এবং বাস চালককে একটি মেসেজ পাঠিয়ে বাকি অর্থ সংগ্রহ করতে বলা হয়।

সীমার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশের পরে, এটা পরিস্কার যে শচীন এবং মীনা সীমার সাথে অবিচ্ছিন্ন যোগাযোগে রাখতেন। এবং তাকে ভারতে পৌঁছাতে সহায়তা করেছেন। বাসটি পরিচালনাকারী সৃষ্টি ট্রান্সপোর্ট কোম্পানি জানায় সীমা দিল্লি থেকে তৃতীয় ব্যক্তির কাছ থেকে বাসের ভাড়া দেওয়ার জন্য তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিল।

যে ব্যক্তি পোখারা থেকে দিল্লি বাসে তার পরিবারের জন্য সংরক্ষিত আসন পেয়েছিলেন এবং দিল্লিতে বাসের বাকি ভাড়া পরিশোধ করেন তিনি আর কেউ নন শচীন। অর্থাৎ নেপাল থেকে সীমার ভারতে আসার পুরো পরিকল্পনা তৈরি করেছিলেন শচীন এবং শচীনই সীমাকে ভারতে আনার মাস্টারমাইন্ড।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর