বাংলা হান্ট ডেস্কঃ বিগত এক মাস ধরে চূড়ান্ত ডামাডোল পরিস্থিতির সাক্ষী ছিল পাকিস্তান। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই সময় ক্ষমতাচ্যুত করার জন্য অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা এবং এরপর শত চেষ্টা করলেও প্রধানমন্ত্রী পদ ধরে রাখতে পারেননি ইমরান। আর তারপরেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হলেও বর্তমানে দেশের পরিস্থিতির যে সামান্য উন্নতিও হয়নি, তা আবার প্রমাণিত হলো।
পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গতকাল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গি সংগঠন হামলা চালায় আর এর ফলেই সাত জন পাক সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। আর এরপর আসরে নেমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলাকারীদের কড়া ভাষায় নিন্দা করে জানান, “সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে আমরা ক্রমাগত লড়াই চালিয়ে যাব।” তবে যেখানে পাকিস্তানের মতো দেশ সর্বদাই জঙ্গিদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত, সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্যে কতটা সফল হবেন, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
এর মাঝেই পুরো ঘটনার সমালোচনা করে শাহবাজ শরিফ টুইট করেন, “উত্তর ওয়াজিরিস্তানে আমাদের সেনাদের মৃত্যু কখনো ব্যর্থ যাবে না। আপনারা ধৈর্য ধরুন। যারা এর পেছনে রয়েছে তারা সকলেই উপযুক্ত শাস্তি পাবে। আমরা পাকিস্তানের মাটিকে সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়ে যাবো।”
পাকিস্তানের বর্তমান ডামাডোল পরিস্থিতির মধ্যেই পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রায় 105 জন পাক সেনা সন্ত্রাসবাদী হামলায় শহীদ হন। এই সময়ে সৈন্যদের পক্ষ থেকে একাধিক জঙ্গিদের পাল্টা আক্রমণ করে মারা হয় এবং কিছু জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পাক সেনামহল। কিন্তু এসত্বেও বর্তমানে পরিস্থিতির যে সামান্য উন্নতিও ঘটে নি, তা বলা যায়।