শিক্ষাক্ষেত্রেও কাটমানি ফেরতের দাবিতে প্রতিবাদ! মিছিল SFI’এর

বাংলা হান্ট ডেস্ক: কাটমানি ফেরতের দাবিতে উত্তাল গোটা রাজ্য, এবার সেই প্রতিবাদ গিয়ে পৌঁছলো কলকাতা বিশ্ববিদ্যালয়েও। শনিবার বাম সমর্থিত ছাত্র সংগঠন SFI-এর তরফ থেকে করা হয় এই প্রতিবাদ। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের গেটে ঝুলিয়ে দেওয়া হয় ব্যানার। যাতে লেখা ‘কাটমানি ফেরত দাও’।

d3883 images 4 12

এসএফআই এর দাবি, তৃণমূল ছাত্রপরিষদের তরফে রাজ্যজুড়ে বিভিন্ন কলেজে ভর্তির সময়ে বিপুল পরিমানে কাটমানি নেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের থেকে। টিএমসিপি-র ছাত্র নেতা-নেত্রীরা এই কান্ডের সাথে যুক্ত। এই কাটমানির টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়ে এদিন SFI প্রতিবাদ মিছিল ও প্রতীকী অবস্থান করে শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত।

সম্পর্কিত খবর