উনি গদি ছাড়লে মানুষের আয়ু বাড়বে! জন্মদিনে মোদিকে বেনজির কটাক্ষ বাম নেতার

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনের দিনই ঘুড়ি উৎসব পালিত হল উত্তর চব্বিশ পরগনার অভিযান ময়দানে। ঘৃণার মাঞ্জা কাটাকুটি করে ভালোবাসা উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বারাসাত ১ এসএফআই (SFI) লোকাল কমিটির। সকাল থেকেই শুরু হয়ে গেছিল সাজো সাজো রব। এইদিন সকাল সকাল রঙবেরঙের ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলেন সকলে।

সামনেই লোকসভা ভোট, আর তার আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। সেই অস্থিরতা কাটিয়ে ভালোবাসা ছড়ানোর উদ্দেশ্যেই নাকি এই অভিনব উদ্যোগ। তবে আদৌ কি ভালোবাসা ছড়ানো গেল? নাকি ভালোবাসা ছড়ানোর জায়গায় নতুন কোনো বিতর্কের সৃষ্টি করে ফেললেন জেলার SFI তরুণ তুর্কীরা?

আসলে এইদিন ঘুড়ি ওড়ানোর উৎসবে SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) এমন কিছু বলে বসলেন যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এইদিন তার নিশানায় ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তৃণমূল সাংসদকে তো সোজাসুজিই আক্রমণ করে বসলেন সৃজন ভট্টাচার্য।

আরও পড়ুন : আজ TRP-র অভাবে ধুঁকছে এককালীন বেঙ্গল টপার, শেষমেষ সিরিয়াল বন্ধের পথে হাঁটছে জি বাংলা

কটাক্ষ শানিয়ে সৃজন এদিন বলেন, ‘ এত কম বয়সের একজন রাজনীতিবিদ, তার ঘাড়ে কয়লা, বালি, চাকরি সমস্ত অভিযোগ এসে জমেছে।’ সাথে অভিষেকের আদালতে যাওয়া নিয়েও তীর্যক মন্তব্য করলেন তিনি। SFI-এর রাজ্য সম্পাদক সৃজনের কথায়, ‘উনি তো কথায় কথায় বলেন ফাঁসির মঞ্চে যেতে রাজি আছেন, তাহলে বারবার আদালতে ছোটেন কেন রক্ষাকবচ নিতে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়?’

আরও পড়ুন : ‘কাজ থেকে একটু ছুটি নিয়ে মজা করুন’, মোদীর জন্মদিনে বিশেষ পরামর্শ শাহরুখের

zee bangla (1)

এছাড়াও এইদিন সৃজনের নজর ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেও। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের সুরে মোদীকে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পরামর্শ দেন সৃজন। তার কথায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীত্ব ছাড়লে দেশের মানুষ বাঁচবে। এমনকি বিজেপি বিরোধী কেন্দ্রে INDIA জোট নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘রঘু ডাকাত’ কে হারাতে কিছু ‘চোর’ ঢুকে পড়ছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর