গণেশ চতুর্থীর দিনই ঘুরে যাবে ভাগ্য! শুভ সময়ের কেরামতিতে মালামাল হবে এই ৫ রাশি

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) এবং গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) মাধ্যমেই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। পাশাপাশি, ওই বিশেষ দিনে বাড়িতেই গণপতির মূর্তি স্থাপন করে পুজো করেন ভক্তরা। তবে, এই বছর গণেশ চতুর্থীর দিনে এক বছর পর অর্থাৎ ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। এমতাবস্থায়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে সমস্ত গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। তাই, সূর্যদেব প্রসন্ন হলে তা বিভিন্ন রাশির ক্ষেত্রে অত্যন্ত সুপ্রভাব বজায় রাখে। এই বছর কন্যা রাশিতে সূর্যদেবের প্রবেশের ফলে ৫ টি রাশির ভালো সময় শুরু হবে। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

তবে, তার আগে চলুন জেনে নিই গণেশ চতুর্থীর শুভ সময় সম্পর্কে। গণেশ চতুর্থী হল আগামী ১৯ সেপ্টেম্বর। তবে, চতুর্থী তিথি শুরু হয়ে যাচ্ছে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩৯ মিনিট থেকে। যা শেষ হবে পরের দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর, দুপুর ১ টা ৪৩ মিনিটে। এমতাবস্থায়, গণেশ পুজোর শুভ মুহূর্ত হল সকাল ১১ টা ১ মিনিট থেকে থেকে দুপুর ১ টা ২৮ মিনিট পর্যন্ত। অর্থাৎ, শুভ সময়কাল হল ২ ঘন্টা ২৭ মিনিট। পাশাপাশি, বিসর্জন সম্পন্ন হবে আগামী ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

লাভবান হবে এই ৫ রাশি:
বৃষ: এই রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন এবং ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো ভালো কাজ সবার প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে। ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি কোনো দুর্দান্ত সুখবর পেতে পারেন। এছাড়াও, অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় অতিবাহিত হবে।

সিংহ: যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য সময়টি ভালো। পাশাপাশি, তাঁরা সুখবর পেতে পারেন। যাঁরা শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত রয়েছেন তাঁদের জন্য সময়টি ভালো। যেকোনো লেনদেন নিশ্চিন্তে করুন। কর্মক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে। পাশাপাশি, পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে। দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: বড় পদক্ষেপ রেলের! শহিদ ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বদলে গেল দেশের এই স্টেশনের নাম

কন্যা: এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আর্থিক দিকটি শক্তিশালী হবে। পারিবারিক সম্পর্কে মাধুর্য বাড়বে। এছাড়াও, যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে পদ ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা ছাড়াও সমাজে আপনার সম্মান বাড়বে। কোনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন। দাম্পত্য জীবন অবশ্যই সুখের হবে।

আরও পড়ুন: পুজোর আগেই বড় উপহার, এই দিন চালু হচ্ছে গরিবের বন্দে ভারত! দিনক্ষণ ঘোষণা রেলের

বৃশ্চিক: সূর্যের গমনের ফলে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো। নিশ্চিন্তে আর্থিক লেনদেন করুন। কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হবে। সামগ্রিকভাবে সময়টি ভালোভাবে অতিবাহিত হবে।

These 5 zodiac signs will benefit from Ganesh Chaturthi day

ধনু: এই রাশির জাতক-জাতিকাদের অযথা অর্থব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। সূর্যের রাশির পরিবর্তনের ফল আর্থিক ক্ষেত্রেও ভালো প্রভাব ফেলবে। এই সময়টাতে আপনি শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এছাড়াও পারিবারিক জীবনে শান্তি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবনও সুখের হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর