বাংলা হান্ট ডেস্ক: বি টাউনে অন্যতম পাওয়ার কাপলদের মধ্যে শাহরুখ-গৌরীর কথা না বললেই নয়। ১৯৯১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন এরা। সেখান থেকে অনেকটা পথ চলা একসাথে। আগামী ২৫ অক্টোবর ২৮তম বিবাহবার্ষিকী শাহরুখ-গৌরীর। আর সেই উপলক্ষ্যেই স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চাইছেন কিং খান।
ইতিমধ্যেই আলিবাগের বাংলোয় পৌঁছে গিয়েছেন শাহরুখ-গৌরি। সম্প্রতি একটি বিলাসবহুল বোটে করে সেই আলিগড়ের বাংলোর দিকে যেতে দেখা যায় শাহরুখ, গৌরি ও আর ছোট্ট আব্রামকে।
https://www.instagram.com/p/B3wZYFhn7Y7/?utm_source=ig_web_copy_link
জানা যাচ্ছে, প্রচুর গাছগাছালিতে ঘেরা এসআরকের এই আলিবাগের বাংলোর বর্তমান বাজার দর প্রায় ২০০ কোটি টাকা। জলের ধার ঘেঁষা বাড়িটিতে রয়েছে একটি ব্যাক্তিগত জেটি, হেলিপ্যাড ও বিশাল সুইমিং পুল। কাজের ফাঁকে মাঝে মাঝেই পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে এখানে পৌঁছে যান শাহরুখ। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্যও কিং খানের প্রথম পছন্দ এই বাগানবাড়ি।
https://www.instagram.com/p/B3w01XvnYCM/?utm_source=ig_web_copy_link
তবে, শাহরুখ-গৌরীর পথ চলার শুরুটা কখনই এতটা মসৃণ ছিল না। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোয়ের আসরে শাহরুখ ও গৌরী খানের একটি পুরানো ছবি দেখান ভিকি কৌশল। ছবিতে দেখা যায় সবুজে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শাহরুখ ও গৌরী। সেই ছবির সম্পর্কে বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাদশা। আবেগঘন গলায় তিনি বলেন, “এটি আমার প্রিয় ছবি, যখন আমাদের বিয়ে হয়, আমি খুবই গরীব ছিলাম। এদিকে গৌরী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল।” শাহরুখ বলেন, “সেই সময়ে গৌরীকে বিয়ের পর প্যারিসে হানিমুনে নিয়ে যাব বলে কথা দিয়েছিলাম। খুব স্বাভাবিকভাবেই সেই সময়ে টাকাপয়সা না থাকায় সেটা পারিনি।” শেষমেষ অত্যন্ত সাধারণ দম্পতির মতোই দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় যান শাহরুখ-গৌরী। তাও আবার রাজু বন গ্যায়া জেন্টলম্যানের শ্যুটিংয়ের টিমের সঙ্গে। সেখানেই তোলা হয় এই ছবি।
প্যারিসের বদলে দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য কোনওদিনই দুঃখ প্রকাশ করেননি গৌরি। বরং সবসময়ে পাশে থেকেছেন স্ট্রাগল করতে থাকা শাহরুখের। তখন নড়বড়ে কেরিয়ারের শাহরুখের সঙ্গে অত অল্প বয়সে বিয়ে মেনে নেয়নি গৌরীর পরিবার। সেই সঙ্গে ছিল ভিন্ন ধর্মের প্রশ্নও।
অসংখ্য উঁচু-নিচু পথ পেরিয়ে আজ বলিউডের বাদশা শাহরুখ। আর তাঁর এই যাত্রায় সবসময়ে তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী গৌরী। যে প্যারিসে এক সময়ে টাকার অভাবে স্ত্রীকে নিয়ে যেতে পারেননি শাহরুখ, সেখানেই আজ তাঁর নিজের বাংলো রয়েছে।