শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান” এর VIDEO ফাঁস, ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের সুপারস্টার শাহরুখ খানে দীর্ঘদীন ধরে সিলভার স্ক্রিন থেকে দূরে আছেন। ২০১৮ সালের শেষের দিকে ‘জিরো” সিনেমার পর তিনি আর বড় পর্দায় আসেন নি। ওনার ফ্যানেরা দীর্ঘদিন ধরেই ওনার নতুন সিনেমার অপেক্ষা করে আসছে। শাহরুখ খান এখন ওনার নতুন সিনেমা পাঠান নিয়ে কাজ শুরু করেছেন। সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার আগেই ওনার কয়েকটি VIDEO লিক হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Rehan Shaikh (@rehanshaikh1494)

বলাই বাহুল্য যে, দীর্ঘদিন ধরে শাহরুখ বড় পর্দায় দেখার অপেক্ষায় থাকে আপামর সিনেমা প্রেমী পাঠান সিনেমার অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এমত সময়ে শ্যুটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে দ্রুত গতিতে ভাইরাল হয়। শাহরুখের নতুন সিনেমা পাঠানের শ্যুটিংয়ের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছে।

https://twitter.com/SrkRamzan2/status/1354527836103602180

ভাইরাল এই ভিডিওতে পাঠান সিনেমায় বিপদজ্জনক স্টান্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে শাহরুখ খানকে চলন্ত বাসের ছাদে উঠে স্টান্ট করতে দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে শাহরুখ খানকে বুর্জ খালিফার সামনে শ্যুটিং করতে দেখা যাচ্ছে। এছাড়াও পাঠানের সেট থেকে অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

https://twitter.com/I_AM_DEBESH/status/1354529902955909121

একটি ছবিতে শাহরুখ খানকে UAE এর ফেমাস টক শোয়ের পপুলার হোস্ট আনস বুকাসের সাথে দেখা যাচ্ছে। ছবিতে বুকাসের সাথে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে কিং খানকে।

X