করোনার বিরুদ্ধে লড়াইতে এগিয়ে এলেন শাহরুখ খান, টুইট করে জানালেন অনুদান

রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ বিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে এবার সাধারণ মানুষের জন্য সাহায্য করবেন বলি কিং শাহরুখ খান। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।

তার মধ্যে কেটে গেছে প্রায় দুই সপ্তাহ। আর এর মধ্যেই শাহরুখ খান এবং তাঁর কম্পানিগুলি আপাতত কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে বলে জানিয়েছে ।

corona 1 1

৫০,০০০ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই দেবে।মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে একসাথে কাজ করবে।
১মাসের জন্য ৫,৫০০-র বেশি পরিবারকে খাদ্য সামগ্রী দেবে। সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে পাঠানো হবে প্যাকেট বন্দী খাবার। আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।

এমনকি সাহায্য করতে এগিয়ে এসেছেন রতন টাটা, মুকেশ আম্বানি। এমনকি বলি তারকাদের মধ্যে রজনীকান্ত, অক্ষয় কুমার আরো অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। আর এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা যথেষ্ট প্রশংসা পেয়েছেন।

সম্পর্কিত খবর