বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) নাকি হলিউড (Hollywood) নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রি, কে ভাল আর কে খারাপ তা নিয়ে দ্বন্দ্ব অব্যাহত। সাম্প্রতিক সময়ে হিন্দি আর দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিবাদটা স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। তাতে আরো ইন্ধন জুগিয়েছে তেলুগু অভিনেতা মহেশ বাবুর মন্তব্য। এর মাঝেই শাহরুখ খানের (Shahrukh Khan) একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যার জন্য কিং খানকে প্রশংসায় ভরাচ্ছেন নেটনাগরিকরা।
ভিডিওটি বেশ পুরনো। শাহরুখের বয়সও তখন অনেকটাই কম। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, বলিউডে তো তিনি কিং খান। হলিউডে অভিষেকের ব্যাপারে কী চিন্তা ভাবনা করছেন? শাহরুখের দেওয়া উত্তর নতুন করে ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।
অভিনেতা বলেছিলেন, “আমার ইংরেজি খুব একটা ভাল না। যদি ওরা আমাকে একজন বোবার চরিত্র দেয় তাহলে হয়তো করতে পারি।” এখানেই না থেমে তিনি আরো বলেন, “আমি বেশি বিনয়ী হচ্ছি না, কিন্তু আমার ৪২ বছর বয়স, গায়ের রঙ একটু শ্যামবর্ণ। অভিনেতা হিসাবে তেমন কোনো বিশেষত্বও নেই। আমি কুংফু জানি না, লাতিন সালসা নাচ জানিনা, আমি লম্বাও নই।”
শাহরুখ বলেছিলেন, তাঁর মতো মানুষের হলিউডে কোনো জায়গা নেই। কারণ তাঁর অত প্রতিভা নেই। তাই তিনি ভারতে থেকেই ভারতীয় ছবিকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করবেন। সেটাই ছিল শাহরুখের স্বপ্ন।
হলিউডে কাজ না করলেও গোটা বিশ্বে শাহরুখের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। একাধিক হলিউড অভিনেতা নিজেকে শাহরুখ ভক্ত বলে পরিচয় দিয়েছেন। দীর্ঘ চার বছর অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে একগুচ্ছ ছবি নিয়ে ফের বড়পর্দায় ফিরছেন কিং খান।
আগামী বছরের জানুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ওই বছরেই ডিসেম্বরে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। এছাড়াও রয়েছে পরিচালক অ্যাটলির একটি ছবি। তবে সেটার নাম এখনো ঘোষনা হয়নি।