ভাইরাল ভিডিওর জের, মৃত পরিযায়ী শ্রমিকের একরত্তি শিশুর দায়িত্ব নিলেন শাহরুখ খান

বাংলাহান্ট ডেস্ক: স্টেশনে পড়ে শ্রমিক (migrant worker) মায়ের নিথর দেহ। তাকে ঘুম থেকে ওঠানোর জন‍্য বৃথা চেষ্টা করে যাচ্ছে এক দুধের শিশু। কিছুদিন আগে ভাইরাল (viral) হওয়া এই দৃশ‍্য ব‍্যাপক সাড়া ফেলেছিল নেটদুনিয়ায়। ভিডিও দেখে অনেকেই ধরে রাখতে পারেননি চোখের জল। প্রশ্ন উঠেছিল ওই একরত্তি শিশুটির ভবিষ‍্যৎ কি হবে।
সমাধান বাততলালেন শাহরুখ খান (shahrukh khan)। ওই শিশুর সারাজীবনের দায়িত্ব নিলেন তিনি। শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের তরফে সম্প্রতি একটি টুইট করা হয়। শিশুটির খোঁজ দেওয়ার জন‍্য ধন‍্যবাদ জানিয়ে তারা বলে ওই শিশুর দায়িত্ব নিয়েছে তারা।

shahrukhkhan 1585850534
এই টুইটটি পাল্টা রিটুইট করেন শাহরুখ। তিনি লেখেন, ‘যারা আমাদের সাহায‍্য করেছেন শিশুটির খোঁজ দিয়ে ধন‍্যবাদ। প্রার্থনা করব অভিভাবক হারানোর যন্ত্রণা থেকে ও তাড়াতাড়ি মুক্তি পাক। আমি জানি বিষয়টা কেমন। আমাদের সবার ভালবাসা তোমার সঙ্গে রয়েছে।’কিং খানের টুইটটি প্রকাশ‍্যে আসার পরেই ধন‍্য ধন‍্য পড়ে গিয়েছে চারদিকে।
প্রসঙ্গত জানা গিয়েছে, শিশুটির মা মৃত ওই মহিলা গুজরাটে কাজ করতেন। বিহারে বাড়ি ফেরার জন‍্য শ্রমিক স্পেশাল ট্রেনেও ওঠেন। কিন্তু দীর্ঘদিন অভুক্ত থাকায় ও অতিরিক্ত গরমে ট্রেনের মধ‍্যেই মৃত‍্যু হয় তার। মুজফফরপুরে তার দেহ যখন স্টেশনে নামিয়ে রাখা হয় এই ভিডিও তখনই তোলা। বর্তমানে শিশুটি তার দাদুর কাছে রয়েছে।

 

লকডাউন চলেছে প্রায় দু মাস ধরে। ৩০ মে শেষ হয় চতুর্থ দফার লকডাউন। এই প্রায় দু মাস ব‍্যাপী লকডাউনে বহু কঠিন পরিস্থিতির শিকার হয়েছে গোটা দেশ, বিশেষত পরিযায়ী শ্রমিকরা।
রোজগারের জন‍্য ভিন রাজ‍্যে গিয়ে যারা আটকে পড়েছিলেন তারা বাধ‍্য হয়েই হেঁটে বাড়ি ফেরার রাস্তা ধরেন। কিছু মানুষ ভাগ‍্যজোরে বাস বা ট্রেনে করে ফেরার সুযোগ পান। আবার অনেকের রাস্তাতেই যাত্রা শেষ হয় ট্রেন বা গাড়ির নীচে চাপা পড়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর