পর্ন কাণ্ডে গ্রেফতার জামাইবাবু, বিতর্কের বোঝা কাঁধে নিয়েই ‘বিগ বস’এর প্রতিযোগিতায় নামলেন শমিতা শেট্টি

বাংলাহান্ট ডেস্ক: ব‍্যবসায়ী রাজ কুন্দ্রার (raj kundra) কেলেঙ্কারিতে মুখ পুড়েছে শেট্টি-কুন্দ্রা পরিবারের। শিল্পা শেট্টি শমিতা শেট্টি (shamita shetty) তো বটেই, ট্রোল কটাক্ষ থেকে ছাড় পাচ্ছে না রাজ শিল্পার ছোট দুই সন্তানও। জামাইবাবুর কীর্তির ধাক্কা যাতে দিদিকে না সইতে হয় সেজন‍্য শিল্পার সামনে ইতিমধ‍্যেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন বোন শমিতা। এবার সদ‍্য শুরু হওয়া ‘বিগ বস OTT’তে (bigg boss OTT) প্রতিযোগী ottহয়ে এলেন তিনি।

কয়েক সপ্তাহ আগেই পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ। এর মাঝেই সব বিতর্ক দূরে সরিয়ে বিগ বস তে যোগ দিলেন শমিতা। ৮ অগাস্ট রবিবার থেকে শুরু হয়েছে এই শো। বিগ বসের সম্পূর্ণ নতুন এই অংশের সঞ্চালনা করছেন করন জোহর। আর দর্শকদের চমকে দিয়ে প্রথম প্রতিযোগী হিসেবে ঘরে এন্ট্রি নিলেন শমিতা।

shilpa shetty and shamita 1525935696
নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘নিজেকে লুকিয়ে রেখো না। উঠে দাঁড়াও, মাথা উঁচু রাখো আর সকলকে দেখিয়ে তুমি আসলে কী। বিগ বস OTT আমি আসছি’। এর আগেও বিগ বসের প্রতিযোগী থেকেছেন তিনি। শোয়ে এসে এ কদিনে ঘটে যাওয়া ঘটনাগুলিরও প্রসঙ্গ টানেন শমিতা।

তিনি বলেন, ‘১০ বছর পর আবার বিগ বসে ফিরতে পেরে আমি খুব খুশি। অনেকটা পরিবর্তন হয়েছে আমার। সত‍্যি বলতে প্রস্তাবটা আমার কাছে অনেক আগেই এসেছিল এবং আমি হ‍্যাঁও বলে দি এছিলাম। কিন্তু সম্প্রতি অনেক কিছু ঘটে গিয়েছে। আমি ভেবেছিলাম সুযোগটা ছেড়ে দেব। কিন্তু আমি যখন কথা দিয়ে দিয়েছি তখন আর অন‍্য কারোর কথা শুনি না।’

https://www.instagram.com/p/CSUP0VIlVRD/?utm_medium=copy_link

অন‍্যান‍্য বারের তুলনায় এবারে আরো আগে শুরু হয়েছে বিগ বসের সম্প্রচার। কারণ টেলিভিশনেরও আগে এবার ডিজিটাল প্ল‍্যাটফর্মে এসেছে বিগ বস। ৮ অগাস্ট ঠিক রাত আটটা নাগাদ শুরু হয় বিগ বস OTT ভার্সনের প্রিমিয়ার। তার আগেই দর্শকদের জন‍্য এক বিশেষ সারপ্রাইজ নিয়ে আসেন করন।

প্রতিযোগীদের আগেই দর্শকরা সুযোগ পেয়েছেন বিগ বসের ঘরের অন্দরমহল ঘুরে দেখার। বোহেমিয়ান থিমে সাজানো হয়েছে এবার ঘর। অন‍্যান‍্য বারের মতোই রয়েছে এক বিশাল হল এবং মাস্টার বেডরুম। শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে টেলিভিশনের বিগ বস। OTT পর্বের কয়েকজন প্রতিযোগীরা সুযোগ পাবেন টেলিভিশনের মূল পর্বে যাওয়ার।

Niranjana Nag

সম্পর্কিত খবর