‘অশিক্ষিত’! গোমাংস পাচার নিয়ে শান্তনু ঠাকুরকে তোপ, মহুয়াকে পাল্টা দিলেন জাহাজমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিশানা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। শান্তনুর নাম ছাপানো একটি প্যাডের ছবি পোস্ট করে শান্তনুর বিরুদ্ধে চোরাপাচার কারবারিদের ‘ছাড়পত্র’ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

শান্তনুর (Shantanu Thakur) বিরুদ্ধে গোমাংস পাচারের ‘ছাড়পত্র’ দেওয়ার অভিযোগ মহুয়ার (Mahua Moitra)

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, সরকারি শিলমোহরে নাম-ঠিকানা সহ একটি ফর্ম ছাপিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাপাচার কারবারিদের ছাড়পত্রের অনুমতি দিয়েছেন দেশের সীমান্তরক্ষা বাহিনীকে। এক্ষেত্রে ৩ কেজি গরুর মাংসের ছাড়পত্র দেওয়া হয়েছে। নিজের পোস্টের শেষে মহুয়া লেখেন, ‘হ্যালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গোদি মিডিয়া, গোরক্ষক সেনা’। এবার এই নিয়ে পাল্টা দিলেন শান্তনু (Shantanu Thakur)।


জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রসঙ্গে বনগাঁ বিজেপি (BJP) বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহুয়া মৈত্র (Mahua Moitra) এই সম্বন্ধে কিছুই জানেন না। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের অধীন হাকিমপুরের কী অবস্থা সেটা জানা উচিত ছিল। আমায় কলঙ্কিত করার জন্য উনি এমনটা করতে চাইছেন। সম্পূর্ণ অশিক্ষিত একটা কাজ করেছেন।

আরও পড়ুনঃ রাজ্যপাল পদ ‘কলঙ্কিত’ করার অভিযোগ! বিনীতের বিরুদ্ধে কেন্দ্র ‘অ্যাকশন’ নিতেই ফুঁসে উঠল তৃণমূল!

শান্তনু বলেন, আমি জানতাম উনি একজন শিক্ষিত মহিলা। ওখানে জিরো পয়েন্টে কয়েক হাজার লোকের বসবাস। ওখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে হলে স্থানীয় তৃণমূল নেতাদের প্যাডের দরকার হয়। ওখানকার নেতাদের প্যাড রয়েছে, তার মাধ্যমে নিয়ে যায়। নিয়ে না গেলে বিএসএফ জিনিসপত্র দেয় না। ফলে যারা তৃণমূলকে সমর্থন করে তাঁদেরকেই ওই প্যাড দেওয়া হয়। তাহলে আমাদের লোকজন কীভাবে বাঁচবে? ওখানে তো আমাদের বিধায়ক নেই। আমাদের লোকেদের তো আর পাস দেওয়া হয় না।

Mahua Moitra Shantanu Thakur

শান্তনুর অভিযোগ, ওখানে যদি বিয়ের সম্বন্ধ দেখতে যাওয়া হয় তাহলেও নাকি একেবারে উলঙ্গ করে চেকিং হয়। সম্পূর্ণ দেশের পক্ষে এটা একটা অসম্মানের বিষয়, বলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধারথেইএই প্যাডের ব্যবস্থা করা হয়েছে। সবাই এই বিষয়ে জানেন। এবার সেই প্যাডে ওই লোকেরা ধান, গম, বাফেলো কী লিখবে সেটা নিয়ে আমি কোনও ইস্যু করব না।

এরপর মহুয়াকে তোপ দেগে শান্তনু বলেন, মহুয়ার জানা উচিত ছিল একজন কেন্দ্রীয় মন্ত্রী এতটা বোকা হবেন না যে পাচার করার জন্য ৩ কেজ গোমাংসের কথা ওখানে লেখা থাকবে। এসব করে আমায় ছোট করা যাবে না। ওদের সবকিছুর নেপথ্যে রাজনীতি ঘুরছে, বলেন বিজেপি বিধায়ক।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর