বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য দাড়া করতে নেমে বেশ কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছে ভারতীয় দল। বিতর্কিতভাবে শুভমান গিলকে হারানোর পর রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারাও বাজে শট খেলে আউট হয়েছেন। প্রতিবেদনটি লেখার সময় বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে লড়াই করছেন। কিন্তু ৪৪৪ রানের লক্ষ্য এবার একটু বেশি বড় বলে মনে হচ্ছে সকলের।
ভারতীয় দল যে এই জায়গায় লড়াইটা নিয়ে যেতে পেরেছে তার পেছনে একটা বড় কারণ হলো প্রথম ইনিংসে রাহানে এবং শার্দূল ঠাকুরের মধ্যে ১০৯ রানের একটি পার্টনারশিপ। প্রথমদিকে অস্ট্রেলিয়ার বোলারদের বেশ কয়েকটি সুযোগ দিলেও শেষ পর্যন্ত ৫১ রানের একটি অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ঠাকুর।
রাহানে এবং ঠাকুরের দুই হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৯৬ রান তুলেছিল ভারত। ওভালে এই নিয়ে তিনবার অর্ধশতরান করলেন শার্দূল। এর আগে স্যার ডন ব্র্যাডম্যান এবং অ্যালেন বর্ডারের মতো তারকা ক্রিকেটার ছাড়া এই কৃতিত্ব আর অন্য কোনও বিদেশী ক্রিকেটারের ছিল না।
সেই সঙ্গে ভারতীয় হিসেবেও সেনা দেশগুলিতে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে একটি বিশেষ রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেবকে। আট বা তার বেশি নীচে ব্যাট করতে নেমে কপিল দেবের চারটি অর্ধশতরান ছিল এই দেশগুলিতে।
এখন এই একই কীর্তি স্পর্শ করে ফেলেছেন শার্দূল। তবে ঠাকুর এবং কপিল দেবের চেয়ে আরো একজন ভারতীয় এগিয়ে রয়েছেন তিনি হলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক কিরণ মোরে। এই একই পরিস্থিতিতে তার নামের পাশে রয়েছে পাঁচটি অর্থশতরান। ভবিষ্যতে হয়তো ওই রেকর্ড ভেঙে দেবেন শার্দূল। দলের প্রয়োজনে এই টেস্টেই তাকে আবার ব্যাটিং করতে হবে। তখন তার কাছ থেকে একই রকম লড়াই আশা করবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।