বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর অপরাধ দমন শাখার এসআইটি অসমকে ভারত থেকে আলাদা করে দেওয়া শারজিল ইমামের (sharjeel imam) দেশবিরোধী ভাষণ নিয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এসআইটি শারজিলের মোবাইলের কল ডিটেলস খুঁজে দেখছে।
আরেকদিকে, দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল এটা তদন্ত করছে যে, তাঁর মাথায় এত ভারত বিরোধী বিষ এলো কথা থেকে? সে কোন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত না তো? স্পেশ্যাল সেলের ডিসিপি প্রমোদ কুশবাহ চাণক্যপুরীর অপরাধ দমন শাখায় শারজিলকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়।
অপরাধ দমন শাখার টিম বিহারের জাহানাবাদ এলাকা থেকে শারজিলকে বিমানে করে বুধবার দুপুরে দিল্লী এনেছিল। চাণক্যপুরীর অপরাধ দমন কার্যালয়ে অনেক ঘণ্টার জিজ্ঞাসাদ করার পর তাঁকে বিকেল চারটে নাগাদ আদালতে পেশ করা হয়ে।
অপরাধ দমন শাখার এক বরিষ্ঠ আধিকারিক জানান, শারজিলকে জিজ্ঞাসাবাদের সময় জামিয়া নগর আর উত্তরপ্রদেশের আলীগড়ে দেশবিরোধী মন্তব্য করার কথা স্বীকার করে। সে প্রথমে কোন লিখিত ভাষণ তৈরি করেছিল না। মঞ্চে উঠেই সে দেশবিরোধী আর উসকানিমূলক ভাষণ দেওয়া শুরু করে। অপরাধ দমন শাখা এটাও খতিয়ে দেখছে যে, কেউ শারজিলকে এরকম দেশবিরোধী ভাষণ দেওয়ার জন্য উসকানি দিয়েছিল কি না।