বাংলা হান্ট ডেস্ক: ফির খারিজ শতদ্র দত্তের (Shatadru Dutta) জামিনের আবেদন। লিওনেও মেসিকে ভারতে নিয়ে আসা শতদ্র প্রভাবশালী। তাই তিনি জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই মর্মেই আদালতের তরফ থেকে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারকের নির্দেশে তাকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে। অভিযুক্তের আইনজীবীর যুক্তি ও পাল্টা বক্তব্য শুনে আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই পর্যায়ে জামিন দেওয়ার সম্ভব নয়।
মেসিকাণ্ডে আদালতের নির্দেশ, বাড়ল জেল হেফাজত শতদ্রু দত্তের (Shatadru Dutta)
আদালতে শতদ্রু দত্তের (Shatadru Dutta) পক্ষে সওয়াল করতে গিয়ে তার আইনজীবী সৌমজিৎ রাহা বলেন, রাজ্য সরকারের অনুমতি নিয়েই শহরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছিলেন তার মক্কেল। তবে মাঠের ভেতরে ও বাইরের দায়িত্ব, নিরাপত্তা, জনতার নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা সবই ছিল পুলিশের উপর। আইনজীবী জানান, ভাঙচুর বা বিশৃঙ্খলার জন্য আয়োজক কারীদের দায়ী করা যায় না। পাশাপাশি এই গ্ৰেপ্তারি সম্পূর্ণ বেআইনি।

আরও পড়ুন: জলখাবারে বদল আনুন! ব্রকোলি দিয়ে তৈরি করুন একদম ঘরোয়া দেশি পদ, রেসিপি জানুন
এছাড়াও শতদ্রু দত্তের আইনজীবী আরও জানান, আর মক্কেল এই পেশার সঙ্গে বহু দিন ধরে যুক্ত। পাশাপাশি এটা পেশাদার সংস্থার অনুষ্ঠান। মূল উদ্দেশ্য বিশ্ব বিখ্যাত ফুটবলারকে দেখানোর। প্রশাসন সহ সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হয়েছিল। এই সংস্থা আগে আন্তর্জাতিক একাধিক এই ধরনের ইভেন্ট করেছে সফলতার সঙ্গে। এই সংস্থা তাদের পেশাদারিত্ব আগেই প্রমাণ করেছে।
এছাড়াও পুলিশের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, অন্যান্য যে তিনটি রাজ্যে মেসির অনুষ্ঠান হয়েছে সেখানে ক্রিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল। তবে কলকাতায় কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব কেন দেওয়া হল না তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত মেসিকাণ্ডে যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতির পর বিমানবন্দর থেকে ১৩ ডিসেম্বরই গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে (Shatadru Dutta)। পরে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, সরকার কমিটি গঠন করেছে, আয়োজকদের লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে।












