বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরেছে শিখর ধাওয়ানের ভারত। এই বছরের নিউজিল্যান্ড সফরে ভারত প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং পরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে। দুটি সিরিজেই বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। কিন্তু হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটি ০-১ ফলে জিতলেও ধাওয়ানের নেতৃত্বে ওডিআই সিরিজে ভারতকে হারতে হয়েছে ১-০ ফলে।
তবে সেই হারকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ভারতের হয়ে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা শিখর ধাওয়ান। পরের বছরের শেষ দিকে ভারতের মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। তার একবছর আগে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ হারকে খুব একটা নেতিবাচক ব্যাপার বলে ভাবতে নারাজ তিনি।
নিজের এই ধারণার কারণও ব্যাখ্যা করেছেন শিখর। তার মতে আসন্ন বিশ্বকাপ যেহেতু এশিয়ান পিচে অনুষ্ঠিত হবে তাই নিউজিল্যান্ডের মাটিতে এই হারের আলাদা করে কোনও গুরুত্ব নেই। তাদের এই মুহূর্তে এশিয়ায় আরও বেশি সিরিজ খেলা এবং সেখানে ভালো ফল করা দরকার বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটের গব্বর।
৪ঠা ডিসেম্বর থেকে বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ আরম্ভ হচ্ছে। সেখানে দলে ফিরবেন ভারতের অনেক নামিদামী তারকারা, যারা নিউজিল্যান্ড সফরে বিশ্রামে ছিলেন। শিখর ধাওয়ানের মতে ভারতীয় দলকে ওই সিরিজে ভালো পারফর্ম করতে হবে যদি তারা ওডিআই বিশ্বকাপের জন্য ঠিকঠাক প্রস্তুতি নিতে চান।
ধাওয়ান বলেছেন, “ওই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে দলের সমস্ত সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাবর্তন করবেন। ওডিআই বিশ্বকাপের জন্য আমাদের আসল প্রস্তুতি শুরু হবে সেখান থেকেই। এশিয়ান পিচগুলোতেই আমাদের যোগ্যতার আসল প্রমাণ হবে। অবশ্যই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যাদেরকে ওই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের ব্যাটিং বা বোলিংয়ে পরিবর্তন আনতে হবে।”