নেপালি যুবকের মাথা মুন্ডন করে জয় শ্রী রাম লিখল শিবসেনার নেতা, দায়ের হল মামলা

বাংলাহান্ট ডেস্কঃ চীনের সঙ্গ দিতে গিয়ে নেপালের (Nepal) প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি (K P Sharma Oli) বর্তমানে ভারতের (India) বিরুদ্ধাচারণ করছেন। কিছু দিন আগেই ভারতের বেশ কয়েকটি ভূখন্ডকে নিজেদের সীমানার অংশ বলে দাবী করে, এখন আবার ভগবান শ্রী রামকে নেপালি বলেও অভিহিত করছেন তিনি। অযোধ্যা নেপালে এবং ভগবান শ্রী রামের জন্মভূমিও নেপাল এমনটাই দাবী করছেন নেপালের প্রধানমন্ত্রী।

এই বিতর্কের মাঝে এরই একটি দৃষ্টান্ত মূলক ঘটনা ঘটতে দেখা গেল ভারতে। অভিযোগ উঠল হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হওয়ায় ভারতীয়দের প্রতি নিন্দায় সরব হয়েছেন ভারতে অবস্থিত নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য।

vvvvvvvvv

ভিডিওর বিষয়বস্তু কি ছিল?
প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, নেপালের প্রধানমন্ত্রীর উক্তির প্রতিবাদে ভারতে এক নেপালি যুবককে মাথা ন্যাড়া করে লিখে দেওয়া হচ্ছে জয় শ্রী রাম। সেইসঙ্গে তাঁকে প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে স্লোগান দিতে এবং জয় শ্রীরাম বলতে বলছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এই ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছেন বিশ্ব হিন্দু সেনার আহ্বায়ক অরুণ পাঠক (Arun Pathak), এমনটা দাবী করেছিল বেশকিছু মিডিয়া।

উঠে আসল চাঞ্চল্যকর তথ্য
কিন্তু এই বিতর্কিত ভিডিও শেয়ার করার পর অরুণ পাঠকের ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখতেই প্রকাশ্যে আসল আরও এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব হিন্দু সেনা নয়, তিনি খোদ শিবসেনার সদস্য। এমনকি তাঁর প্রোফাইলে লেখাও রয়েছে তিনি বালা সাহেবের শিষ্য। তাঁর প্রোফাইলে শিবসেনার বড় বড় নেতাদের সঙ্গে ছবিও রয়েছে। তিনি ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত শিবসেনার জেলা সভাপতিপদেও ছিলেন।

bbbbbbbbbbbbb 1

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে
এই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। নিন্দার পাশাপাশি অনেক নেপালির কণ্ঠে আবার ভারত সরকারের প্রশংসাও শোনা যায়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ইতিমধ্যেই ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) ও ২৯৫ ধারা এবং আইটি অ‍্যাক্টের ৬৭ নম্বর ধারায় ভেলুপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে সন্তোষ পান্ডে নামে একজনকে গ্রেপ্তারও করেছে বারাণসী পুলিশ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর