বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন ৬৭ রান! ক্রিকেট ইতিহাসের পাতায় অমর হয়ে যাবেন শুভমান গিল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনটি ম্যাচ জেতার কারণে ভারতীয় দলের (Indian Cricket Team) ওপর প্রত্যাশা অনেকটাই বেড়েছে ভক্তদের। বিশ্বকাপ শুরু হওয়ার আগে গত এক বছর ধরে ওডিআই ফরম‍্যাটে যে ভুল ত্রুটিগুলি চোখে পড়েছিল সেগুলি ধীরে ধীরে শুধরে নিয়েছেন রোহিত শর্মারা। বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) আজকের বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচেও জয় পেতে মরিয়া তারা। এখন তাদের একটাই বিষয় খেয়াল রাখতে হবে। আর সেই বিষয়টা হল, দল যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে ওঠে এবং ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়।

ভারতীয় দলকে আর একটি সমস্যার সমাধান করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের ডেঙ্গুর সংক্রমণ কাটিয়ে মাঠে ফিরেছিলেন শুভমান গিল (Shubman Gill)। সেই ম্যাচে দুর্দান্ত শুরু করেও ১৬ রানের ব্যক্তিগত স্কুলে ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল তাকে। নক আউট পর্যায়ে যোগ্যতা অর্জনের জন্য তার ফর্মে থাকাটা অত্যন্ত জরুরী। এখনো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো বড় দলগুলির বিরুদ্ধে ভারতের ম্যাচ বাকি রয়েছে।

এই বাংলাদেশ ম্যাচটা শুভমান গিলের জন্য আদর্শ মঞ্চ হতে পারে নিজেকে পুরনো ছন্দে ফিরে পাওয়ার। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুটি ম্যাচ খেলে অসাধারণ ব্যাটিং করেছিলেন শুভমান। নিজের সেই পুরনো ছন্দটা ফিরে পাওয়ার জন্য আজ মরিয়া থাকবেন তিনি।

hd gill

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন কেবলমাত্র ২টি ছক্কা, একসঙ্গে সৌরভের ২ টি রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের

বাংলাদেশের বিরুদ্ধে শুভমানের পরিসংখ্যানও বেশ ভালো। যদিও তিনি কেবলমাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছেন ভারতের সিনিয়র প্রথম সারির দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার। আর সেই সুযোগটা এসেছিল এশিয়া কাপের মঞ্চে। অসাধারণ শতরান করেছিলেন শুভমান গিল। কিন্তু বাংলাদেশ তাকে ড্রেসিংরুমে ফেরানোর পর ভারতীয় দল হার মানতে বাধ্য হয়। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটা নজরে রাখতে হবে শুভমান গিলকে।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC

আজ যদি ব্যাট হাতে আর ৬৭ রান করে ফেলতে পারেন ভারতীয় তরুণ ওপেনার তাহলে তিনি ইতিহাসের পাতায় উঠিয়ে ফেলবেন নিজের নাম। দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে ২০০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার রেকর্ড করবেন তিনি তাহলে। বলাই বাহুল্য তিনি যাতে এই রেকর্ডটা আজকের ম্যাচেই করে ফেলতে পারেন সেটাই আশা করবেন সমর্থকরা। তবে আজ যদি সম্ভব নাও হয় তাহলেও তার হাতে সময় থাকবে আরও দুটি ম্যাচ এই রেকর্ডটি গড়ার জন্য।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর