গিল হলেন ক্যাপ্টেন! জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দলে বিরাট চমক, “এন্ট্রি” পাঁচ নতুন মুখের

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) মাঝেই এবার পরবর্তী জিম্বাবোয়ে (Zimbabwe) সফরের জন্য সোমবার ঘোষণা করা হল ভারতীয় দলের (India National Cricket Team)। যেখানে দেখা গিয়েছে একাধিক চমক। মূলত, T20 বিশ্বকাপের পর এটাই হতে চলেছে ভারতীয় দলের প্রথম সিরিজ। যেখানে দলে নিয়ে আসা হয়েছে নতুন পাঁচটি মুখকে। পাশাপাশি, রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাদের ওই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে, সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হল জিম্বাবোয়ে সফরের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। এদিকে, প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাক পেলেন একঝাঁক নবীন খেলোয়াড়। যাঁদের মধ্যে রয়েছেন রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা ধ্রুব জুরেল এবং তুষার দেশপাণ্ডে। এদিকে, এই খেলোয়াড়দের মধ্যে ধ্রুব টেস্টে সুযোগ পেলেও T20 দলে এই প্রথমবার সুযোগ পেলেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মোট ১৫ জনের দল বেছে নিয়েছে ভারত। যেখানে রয়েছেন চার জন ওপেনার। পাশাপাশি, রয়েছেন দু’জন উইকেটরক্ষক। স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোই। পাশাপাশি, পেস বিভাগ সামলাবেন আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপাণ্ডে।

আরও পড়ুন: প্রথমে সম্মতি জানিয়েও SCO সম্মেলনে আচমকাই মত পরিবর্তন মোদীর, চিনের সাথে ফের বাড়বে দূরত্ব?

উল্লেখ্য যে, জিম্বাবোয়ে সফরে কেবলমাত্র পাঁচটি T20 ম্যাচ খেলবে ভারত। আগামী ৬ জুলাই থেকে ওই পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে। প্রতিটি ম্যাচই সম্পন্ন হবে হারারেতে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৬ জুলাই প্রথম ম্যাচ খেলার পরের দিন অর্থাৎ ৭ জুলাই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ সম্পন্ন হবে ১০, ১৩ ও ১৪ জুলাই।

আরও পড়ুন: সেমিফাইনালের টিকিট প্রায় কনফার্ম! কার মুখোমুখি হবে ভারত? জেনে নিন বিশ্বকাপের শেষ চারের সূচি

জিম্বাবোয়ে সফরের জন্য নির্বাচিত ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর