বাংলাহান্ট ডেস্কঃ অমিত শাহের বাংলা সফরের মেদিনীপুর সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সেই মঞ্চে দাঁড়িয়েই বিজেপির সঙ্গে তাঁর ২০১৪ সাল থেকে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এবার কাঁথির জনসভায় মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan) ফাঁস করলেন আরও এক সত্য, যা সংবাদ শিরোনামে উঠে এল।
লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সৌমিত্র খাঁ। তখন শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা হলেও, এখন তিনি এখনই দলের সদস্য। এদিন কাঁথির মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ, শমীক ভট্টাচার্য্যরাও। বুধবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মঞ্চে দাঁড়িয়েই সৌমিত্র খাঁ করলেন এক গুরুত্বপূর্ণ সত্য ফাঁস।
লোকসভায় বিষ্ণুপুরের আসন থেকে বিজেপির টিকিটে জিতে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। এদিনের মঞ্চে দাঁড়িয়ে বললেন, সেদিনের সেই জয়ের পেছনে ছিল প্রধান অস্ত্র হিসাবে কাজ করেছিল শুভেন্দু-ক্যারিশ্মাই। সৌমিত্র খাঁ বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় শুভেন্দুদাকে বিষ্ণুপুরে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, দাদা কিন্তু সেখানে যাননি। তাই আমি সেদিন বিষ্ণুপুরে বিপুল ভোটে জয়ী হয়েছিলাম’।
একজন বিরোধী নেতা হয়েও সেদিন সৌমিত্রের কথা শুনেছিলেন শুভেন্দু। এদিনের সভাতে দাঁড়িয়ে শুভেন্দু-ফ্যাক্টরটা কতটা স্পর্শকাতর, তা বোঝাতেই সেদিনের সেই বড় তথ্য ফাঁস করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি এদিনের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বাঘা বাঘা নেতৃত্বদের নামে একাধিক অভিযোগের সুর তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সৌগত রায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, শুভেন্দুর আক্রমণের হাত থেকে বাদ যাননি কেউই।